images

আন্তর্জাতিক

ইরান প্রসঙ্গে রহস্যময় বার্তা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুন ২০২৫, ০৯:২৯ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি রহস্যজনক বার্তা প্রকাশ করেছেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনকে প্রত্যাখ্যান করে তিনি জানিয়েছেন, পত্রিকাটি তার ভাবনা সম্পর্কে কিছুই জানে না।

বৃহস্পতিবার (১৯ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

trump1

আল–জাজিরার খবরে বলা হয়, ওয়াল স্ট্রিট জার্নালের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ট্রাম্প গোপনে ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা অনুমোদন দিয়েছেন। তবে ইরান তাদের পরমাণু কর্মসূচি থেকে সরে আসবে —এই আশায় তিনি চূড়ান্ত অনুমোদন স্থগিত রেখেছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ওয়াল স্ট্রিট জার্নাল জানেই না, আমি ইরান সম্পর্কে কী ভাবছি!’

আরও পড়ুন

গতকাল পর্যন্ত ট্রাম্প বলেছিলেন, তিনি এখনো হামলার অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেননি। তিনি সাংবাদিকদের বলেন, ‘দেখা যাক কী হয়। সবাই আমাকে এ বিষয়ে জিজ্ঞাসা করেছে, কিন্তু আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।’

এমএইচটি