ইরান-ইসরায়েলের চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া।
বৃহস্পতিবার (১৯ জুন) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন ইসরায়েল-ইরান সংঘাতে আমেরিকার হস্তক্ষেপ পরিবেশকে ‘আরেকটি ভয়াবহ উত্তেজনার দিকে নিয়ে যাবে’।
বিজ্ঞাপন
এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে জড়িত না হওয়ার জন্য কঠোরভাবে পরামর্শ দিয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ‘আমরা বিশেষভাবে ওয়াশিংটনকে ইরান-ইসরায়েলের চলমান সংঘাতে সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করতে চাই। এই ধরনের যেকোনো পদক্ষেপ “অত্যন্ত বিপজ্জনক” হবে এবং এর ফলে “অপ্রত্যাশিত নেতিবাচক পরিণতি” হতে পারে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমরা মনে করি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলা একেবারেই অগ্রহণযোগ্য, আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে এটি অবৈধ, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য হুমকি তৈরি করে এবং বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দেয়।’
এছাড়া গতকাল বুধবার ইসরায়েলকে সামরিক সহায়তা না দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ।
তিনি বলেছেন, ‘এটি নাটকীয়ভাবে পুরো পরিস্থিতিকে অস্থিতিশীল করবে’।
সূত্র: আনাদোলু, বিবিসি
এমএইচআর

