ধর্ম ডেস্ক
১২ জুন ২০২৫, ১২:২৭ পিএম
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয়, এক ব্যক্তি যিনি দুইবার হজের ফ্লাইট মিস করেছিলেন, পরবর্তীতে তিনি মক্কায় পৌঁছার পর তাওয়াফরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। পোস্টটিতে তার নাম উল্লেখ করা হয় আমের আল মাহদী মনসুর আল গাদ্দাফি—যার নামের শেষে ‘গাদ্দাফি’ থাকায় অনেকে এটি লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার আল-গাদ্দাফি-র সঙ্গেও গুলিয়ে ফেলেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে—মারা যাওয়ার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। বরং আমের গাদ্দাফি বেঁচে আছেন এবং সুস্থ আছেন।
আমের আল গাদ্দাফি একজন তরুণ লিবীয় নাগরিক। হজ পালনের উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হন। তবে বিমানবন্দরে গিয়ে সমস্যার সম্মুখীন হন। তাঁর পদবি “আল গাদ্দাফি” হওয়ায় কিছু নিরাপত্তাজনিত কারণে তাঁকে ইমিগ্রেশনেই আটকে দেওয়া হয়। গালফ নিউজের তথ্যমতে, তাঁর সঙ্গে থাকা অন্যান্য হজযাত্রী যখন ফ্লাইটে ওঠেন, তখনও গাদ্দাফি ইমিগ্রেশন কাউন্টারে অপেক্ষায় ছিলেন। অনেক অনুরোধ করলেও, বিমান ক্যাপ্টেন নিরাপত্তা ও সময়সূচির কারণ দেখিয়ে তাঁর অনুপস্থিতিতেই ফ্লাইটটি ছাড়ার সিদ্ধান্ত নেন।
তবুও গাদ্দাফির বিশ্বাস ছিল অটল। তিনি বিমানবন্দর কর্তৃপক্ষকে বলেন, “আমি এই বিমানবন্দর ছাড়ব না, যতক্ষণ না হজে যেতে পারি।” উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানে কারিগরি ত্রুটি দেখা দেয় এবং সেটিকে ফিরে আসতে হয়। মেরামতের পর আবার উড্ডয়ন করে, কিন্তু কিছুক্ষণ পর আবার সমস্যা দেখা দিলে দ্বিতীয়বারের মতো জরুরি অবতরণ করতে হয়।
আরও পড়ুন: হজযাত্রায় মৃত্যু হলে কেয়ামত পর্যন্ত হজের সওয়াব
যাত্রী ও ক্রুদের মতে, দ্বিতীয়বার জরুরি অবতরণের পর ক্যাপ্টেন ঘোষণা দেন: “আমি কসম করে বলছি, যদি আমের আমাদের সাথে না থাকে, আমি আর উড়ব না।” এরপর দ্রুত গাদ্দাফিকে ভ্রমণের ছাড়পত্র দেওয়া হয়। তৃতীয়বার যখন ফ্লাইটটি ছাড়ে, তখন আমের আল গাদ্দাফি বিমানে ছিলেন এবং যাত্রাটি কোনো সমস্যা ছাড়াই সৌদি আরবে গিয়ে পৌঁছায়।

স্থানীয় সংবাদমাধ্যমে গাদ্দাফি বলেন, “আমি শুধু হজে যেতে চেয়েছিলাম। আমি বিশ্বাস করতাম, যদি আমার ভাগ্যে হজ লেখা থাকে, তবে কোনো শক্তিই আমাকে তা থেকে বিরত রাখতে পারবে না।” এ ঘটনাকে অনেকেই আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া ও কুদরত হিসেবে প্রচার করেন।
বিভিন্ন ফ্যাক্টচেক সংস্থা এবং মিডিয়া সূত্র এই ভাইরাল দাবিকে ভুয়া বলে ঘোষণা করেছে। বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান xAI-এর Grok AI ফ্যাক্টচেক করে জানিয়েছে, ‘আমের আল-গাদ্দাফি মৃত্যুবরণ করেছেন—এমন কোনও বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। এই গল্পটি মিথ্যা ও বিভ্রান্তিকর।’
আরও পড়ুন: ধর্মীয় গুজব যাচাই করুন এই ৭ উপায়ে
মূলত প্রযুক্তিগত ত্রুটির কারণে তীর্থযাত্রী ভ্রমণে বিলম্বের সম্মুখীন হলেও, তিনি অবশেষে মক্কায় পৌঁছেন এবং ৫ জুন, ২০২৫ তারিখে আরাফাতে দাঁড়িয়ে সফলভাবে হজ পালন করেন। আরবি গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আমের আল গাদ্দাফি নিশ্চিত করেন যে তিনি বেঁচে আছেন এবং সুস্থ আছেন।

এই হজযাত্রীর পুরো নাম আমের আল মাহদী মনসুর আল গাদ্দাফি হলেও, তিনি কোনোভাবেই মুয়াম্মার আল-গাদ্দাফির আত্মীয় নন। লিবিয়াতে ‘আল-গাদ্দাফি’ একটি পরিচিত গোত্রীয় পদবী, যা অনেকেই বহন করেন। এ কারণে নাম দেখে বিভ্রান্ত হন অনেকে।
ধর্মীয় অনুভূতি বা আবেগকে ব্যবহার করে গুজব ছড়ানো অনুচিত। সংশয় হলে নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করে নেওয়া উচিত। সত্যের পক্ষে থাকুন, গুজব প্রতিরোধে সচেতন থাকুন।