images

আন্তর্জাতিক

পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

০৩ জুন ২০২৫, ০৫:৫২ পিএম

পূর্ব এশিয়ার দেশ মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী ওয়ুন-এরডেন লুভসানামসরাই পদত্যাগ করেছেন। 

সংসদে আস্থা ভোটে পরাজিত হওয়ার পর তিনি এ ঘোষণা দেন। মঙ্গলবার (৩ জুন) বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 

এতে বলা হয়, দুর্নীতির অভিযোগে ওয়ুনের বিরুদ্ধে রাজধানী উলানবাটরে কয়েকদিনের বিক্ষোভের পর এই ভোট অনুষ্ঠিত হয়।

ভোটের ফলাফল ঘোষণার পর পার্লামেন্টে ওয়ুন-এরডেন বলেন, ‘মহামারি, যুদ্ধ ও অর্থনৈতিক চাপের সময় দেশের ও জনগণের সেবা করার সুযোগ পাওয়া আমার জন্য ছিল এক গর্বের বিষয়।’

মঙ্গোলিয়ার সংসদের এক বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী প্রধানমন্ত্রী নিযুক্ত না হওয়া পর্যন্ত ওয়ুন অস্থায়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন, যা আগামী ৩০ দিনের মধ্যে সম্পন্ন হবে।

মঙ্গোলিয়া বহু বছর ধরেই দুর্নীতির সঙ্গে লড়াই করে আসছে। দেশটির অনেক নাগরিক বিশ্বাস করেন, বছরের পর বছর ধরে চলে আসা কয়লা খনি খাতের উল্লম্ফনের সুফল সমাজের ধনী ও প্রভাবশালী গোষ্ঠী ভোগ করছে। আর সাধারণ জনগণ হচ্ছে বঞ্চিত।

আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ওয়ুন-এরডেনে ক্ষমতায় আসার পর থেকে মঙ্গোলিয়ার দুর্নীতি আরও বেড়েছে।

-এমএমএস