images

আন্তর্জাতিক

একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে মোদির বিজেপি?

আন্তর্জাতিক ডেস্ক

০৪ জুন ২০২৪, ০৪:০০ পিএম

ভারতের ১৮তম লোকসভা নির্বাচন শেষ চলছে ভোটগণনা। বিজেপি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) এগিয়ে আছে ২৯০ আসনে এবং ইন্ডিয়া জোট এগিয়ে আছে ২৩৪ আসনে। ভোটগণনা যতোই এগুচ্ছে ততই ব্যবধান কমাচ্ছে ইন্ডিয়া জোট। 

মঙ্গলবার (৪ জুন) সকাল ৮টা থেকে বিশ্বের বৃহৎ এই গণতান্ত্রিক নির্বাচন শেষে ভোটগণনা চলছে।

প্রশ্ন উঠেছে, এককভাবে সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে প্রধানমন্ত্রী মোদির বিজেপি? এখনও পর্যন্ত নরেন্দ্র মোদির বিজেপি ২৪০টি আসনে এগিয়ে রয়েছে। যেখানে ২০১৯ সালের লোকসভার নির্বাচনে বিজেপি পেয়েছি ৩০৩টি আসন। আর বিজেপির জোট এনডিএ পেয়েছি ৩৫৩টি আসন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের তথ্য অনুযায়ী, বিজেপি ২৩০টি আসনে এগিয়ে রয়েছে, জাতীয় কংগ্রেস ৯৯টিতে, সমাজবাদী দল (অখিলেশ যাদব) ৩৬টিতে, তৃণমূল কংগ্রেস ৩১টি আসনে এগিয়ে রয়েছে। এছাড়া বাকি আসনগুলোতে স্থানীয় দলগুলো এগিয়ে রয়েছে।

এর আগে, ভোট শেষে ভারতের বিভিন্ন বেসরকারি সংস্থা যেসব ‘এক্সিট পোল’ বা বুথফেরত জরিপের ফল প্রকাশ করেছে, তার বেশিরভাগ জরিপেই অবশ্য বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে বিপুলভাবে এগিয়ে রাখা হয়েছে।

অনেকে ধারনা করেছিলেন যে, এনডিএ জোট ৪০০ পেরিয়ে যাবে। এমনকি বিএজেপি ৩৫০ আসন পাবে বলে মনে করেছিলেন তারা।

তবে ভারতে বুথফেরত জরিপের পূর্বাভাস সম্পূর্ণ ভুল হওয়ার বহু দৃষ্টান্ত আছে, যার মধ্যে সবশেষ বড় ঘটনাটি ঘটেছে মাত্র মাস ছয়েক আগেই। ছত্তিশগড়, রাজস্থান বা মধ্যপ্রদেশে গত বিধানসভা নির্বাচনের প্রকৃত ফলাফল কোনো বুথফেরত জরিপই অনুমান করতে পারেনি।

এবারও বুথফেরত জরিপ ‘ভুল’ প্রমাণিত হতে যাচ্ছে! জরিপে এনডিএর নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা দেখা গেলেও বাস্তব চিত্র এখন পুরোপুরি ভিন্ন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়।

ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ২টি আসনে জিতেছে এনডিএ এবং ১টি আসনে জয় পেয়েছে ইন্ডিয়া জোট।

এমএইচটি