images

আন্তর্জাতিক

বিশ্বে নির্বাচনের বছর ২০২৪, ভোটার ৪০০ কোটি!

আন্তর্জাতিক ডেস্ক

০৭ জানুয়ারি ২০২৪, ০৫:৩৭ পিএম

বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিরোধী দলগুলোর বয়কটের মধ্যে ভোট দিয়েছেন ভোটাররা। এখন চলছে গণনা। চলতি বছর বিশ্বের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশে ভোট অনুষ্ঠিত হবে। এই কারণে এই বছরকে নির্বাচনের বছর হিসেবে উল্লেখ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

চলতি বছর ভারত,পাকিস্তান, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে অনুষ্টিত হবে নির্বাচন। বিশ্বে মোট জনসংখ্যার অর্ধেকের বেশি লোক প্রয়োগ করবেন তাদের ভোটাধিকার। ২০২৪ সাল বিশ্বের ইতিহাসে হতে চলেছে সবচেয়ে বড় নির্বাচনী বছর।

আরও পড়ুন: বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে ৬০টি বেশি দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার

বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক (৪০০ কোটি) মানুষ তাদের নিজের দেশে কোন না কোন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। এই তালিকায় ভারতের মতো ঘন জনসংখ্যার দেশ যেমন আছে, তেমনি আছে উত্তর মেসিডোনিয়ার মতো ছোট দেশও।

২০২৪ সালে বাংলাদেশ-ভারত ছাড়াও ভোট রয়েছে পাকিস্তান, রাশিয়া, ইউক্রেন, ব্রিটেন, যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশে। এসব দেশের নির্বাচন, আন্তজার্তিক পর্যায়ে কমবেশী প্রভাব ফেলে থাকে। বছরের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে।

আরও পড়ুন: ‘গাজা থেকে ২৭৩ কোটির সম্পদ লুট করেছে ইসরায়েল’

পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দেশটির আদালত নির্বাচন পিছিয়ে দিয়েছে। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন এবং রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হবে আগামী মার্চে। এরপরই ভারতে লোকসভা নির্বাচনের সম্ভাবনা রয়েছে। এপ্রিল কিংবা মে মাসে হতে পারে এই নির্বাচন।

ইউরোপীয় ইউনিয়নের জাতীয় নির্বাচন হবে জুনে। নভেম্বরে হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। বছরে শেষ মাসে ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনের সম্ভাবনা রয়েছে।

এশিয়া মহাদেশের দেশ তাইওয়ান ও ভুটানে নির্বাচন হওয়ার কথা ২০২৪ সালের মধ্যে। নির্বাচনের সম্ভাবনা রয়েছে শ্রীলঙ্কা এবং কম্বোডিয়াতেও। আফ্রিকার দেশগুলোর মধ্যে দক্ষিণ সুদান, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, মাদাগাস্কার ও ঘানার মতো দেশগুলোতেও নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

একে