images

আন্তর্জাতিক

দিল্লিতে ইসরায়েল দূতাবাসের পেছনে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২৩, ০৯:২৫ পিএম

ভারতের রাজধানী দিল্লিতে ইসরায়েল দূতাবাসের পেছনে "বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় (স্থানীয় সময়) দিল্লির ফায়ার সার্ভিস বিভাগে একটি বেনামি ফোন আসে। সেই ফোনে দাবি করা হয়, ইসরায়েল দূতাবাসের পিছনের একটি ফাঁকা জায়গায় বিস্ফোরণ হয়েছে। 

পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি পুলিশের বিশেষ বিভাগ এবং বোম স্কোয়াড। যদিও ঘটনাস্থলে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। 

আরও পড়ুন: খাসির পায়া না দেওয়ায় ভাঙল বিয়ে, বাঁধল সংঘাত

ফোন করা ব্যক্তির নাম, পরিচয় এখনও জানা যায়নি। কী কারণে তিনি ফোনে এই খবর দিলেন তাও জানা যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক অতুল গর্গ গণমাধ্যমে জানান, তল্লাশি হয়েছে। এখনও কোনো সন্দেহজনক জিনিস খুঁজে পাওয়া যায়নি। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী রয়টার্সের কাছে বিস্ফোরণের বিষয়টি স্বীকার করেছেন। 

সেখানে তিনি বলেন, দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দূতাবাসের কর্মীরা সবাই নিরাপদে রয়েছেন।

আরও পড়ুন: সেনা হেফাজতে তিন জনের মৃত্যু, ফুঁসছে কাশ্মির

এদিকে স্থানীয় গণমাধ্যমে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিকেল ৫টা নাগাদ টায়ার ফাটার মতো খুব জোরে একটি শব্দ শোনা যায়। আমি বাইরে এসে দেখি গাছের মাথা থেকে ধোঁয়া উঠছে। পুলিস আমার বয়ান রেকর্ড করেছে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৯ জানুয়ারিতে একটি ছোট বিস্ফোরণ হয় দিল্লির ইসরায়েলি দূতাবাসের সামনে। ওই বিস্ফোরণে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ আহত বা নিহত হয়নি। সেই ঘটনার তদন্ত করছে এনআইএ।

সূত্র : জি নিউজ, ইন্ডিয়া টুডে

এমইউ