আন্তর্জাতিক ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৩, ০৮:২২ পিএম
আমেরিকান শিপিং কোম্পানি ফ্লেক্সপোর্ট ইনক. বৃহস্পতিবার ঘোষণা করেছে যে লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালী থেকে প্রায় ১৭০টি জাহাজকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ৩৫টি জাহাজ তাদের নিয়ন্ত্রক কোম্পানিগুলোর নির্দেশের অপেক্ষায় থামিয়ে দেওয়া হয়েছে। ইয়েমেনের হুথিদের হামলার ভয়ে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সান ফ্রান্সিসকো-ভিত্তিক কোম্পানির একটি বিবৃতি অনুসারে, আফ্রিকার আশেপাশে প্রায় ১৭০টি কন্টেইনার জাহাজ পুনরায় অন্য পথে গন্তব্যে যাচ্ছে। লোহিত সাগরে হামলার কারণে অন্য ৩৫টি জাহাজ ডকে ভেড়ানো আছে।
ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইয়েমেনের হুথি গোষ্ঠী জানিয়েছে, লোহিত সাগরের দক্ষিণে বাব এল-মান্দেব প্রণালী দিয়ে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ যেতে পারবে না। এছাড়া তারা এ ধরনের জাহাজে হামলাও করছে।
আরও পড়ুন: ‘গাজায় ইসরায়েলি গণহত্যার জন্য যুক্তরাষ্ট্র আন্তর্জাতিকভাবে দায়ী’
শিপিং কোম্পানিগুলো এখন সম্ভাব্য আক্রমণ এড়াতে কেপ অফ গুড হোপের মাধ্যমে জাহাজগুলোকে পরিচালিত করছে। এজন্য উচ্চ পরিবহন খরচ মেটাতে হচ্ছে এবং পণ্য সরবরাহে দেরি হচ্ছে।
প্রেস টিভি জানিয়েছে, বিশ্বের আরও কয়েকটি জাহাজ কোম্পানি লোহিত সাগরের রুটে জাহাজ পরিচালনা স্থগিত করার ঘোষণা দিয়েছে। লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী যেকোনো জাহাজে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী হামলা চালানোর ঘোষণা দেয় এবং সেখানে কয়েকটি জাহাজ আটক করার পর জাহাজ কোম্পানিগুলো এই পদক্ষেপ নিতে শুরু করেছে।
গতকাল (বৃহস্পতিবার) নরওয়ের জাহাজ পরিচালনা কোম্পানি গ্রাম কার ক্যারিয়ার্স লোহিত সাগরে তাদের জাহাজ পরিচালনা স্থগিত করার ঘোষণা দিয়েছে। এই কোম্পানিটি শুধুমাত্র গাড়ি পরিবহন করে। কোম্পানিটি জানিয়েছে, লোহিত সাগরের রুটে তাদের জাহাজ পরিচালনায় বাধা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: হামাসের জনপ্রিয়তা বেড়েছে: মার্কিন গোয়েন্দা বিশ্লেষণ
এর আগে ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, সুইডেন, সুইজারল্যান্ড, তাইওয়ান ও চীনা জাহাজ কোম্পানি লোহিত সাগরে জাহাজ পরিচালনা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।
ইয়েমেনের সামরিক বাহিনীর হামলা থেকে পণ্যবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়ার কথা বলে এডেন উপসাগর ও লোহিত সাগরে মার্কিন নেতৃত্বাধীন কয়েকটি দেশ একটি টাস্ক ফোর্স গঠন করেছে। কিন্তু বিশ্বের জাহাজ পরিচালনা কোম্পানিগুলো এই টাস্ক ফোর্সের ওপর পুরোপুরি আস্থা রাখতে পারেনি, যার কারণে তারা লোহিত সাগরের রুটে জাহাজ পরিচালনা স্থগিত করেছে।
সূত্র : আল-জাজিরা, প্রেস টিভি, আনাদোলু এজেন্সি
এমইউ