images

আন্তর্জাতিক

মহাকাশে আরেকটি রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের

আন্তর্জাতিক ডেস্ক

১৬ ডিসেম্বর ২০২৩, ০৩:১৬ পিএম

মহাকাশে আরেকটি রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

গ্লোবাল টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার গভীর রাতে দক্ষিণ হাইনান প্রদেশের ওয়েনচাং মহাকাশযান লঞ্চ সাইট থেকে একটি লং মার্চ-৫ ওয়াই-৬ ক্যারিয়ার রকেট উৎক্ষেপণ করা হয়েছে।

আরও পড়ুন: চীনের ঋণ খেলাপির রেকর্ড, লাখ লাখ নাগরিক কালো তালিকাভুক্ত

মূলত, এ ধরনের রকেটের মাধ্যমেই রিমোট সেন্সিং স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়।

চীনের এ গণমাধ্যমটি বলছে, নতুন স্যাটেলাইটটি ভূমি জরিপ, পরিবেশ ব্যবস্থাপনা, আবহাওয়া সংক্রান্ত সতর্কতা, পূর্বাভাস এবং ব্যাপক দুর্যোগ প্রতিরোধ ও হ্রাসে ব্যবহার করা হবে।

আরও পড়ুন: চীনে এক বছরে স্নাতক ১ কোটি ১৮ লাখ!

এটি ছিল লং মার্চ রকেট সিরিজের ৫০২ তম ফ্লাইট মিশন।

৬ ডিসেম্বর তারিখে চীন ইন্টারনেট প্রযুক্তি পরীক্ষা করার জন্য দক্ষিণ চীন সাগর থেকে মহাকাশে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এটা দেশটির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জলপথে প্রথম মহাকাশ উৎক্ষেপণ মিশন।

সূত্র : আনাদোলু এজেন্সি

এমইউ