images

আন্তর্জাতিক

শি জিনপিংয়ের ভিয়েতনাম সফর এত গুরুত্বপূর্ণ কেন?

আন্তর্জাতিক ডেস্ক

১২ ডিসেম্বর ২০২৩, ১২:২৭ পিএম

ভিয়েতনাম সফর করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার এই সফরকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। চীন ও ভিয়েতনামের কমিউনিস্ট পর্টির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। গতবছর ভিয়েতনামের কমিউনিস্ট পর্টির সাধারণ সম্পাদক নুয়েন ফু চাংকে বিদেশিদের জন্য সর্বোচ্চ সম্মান দিয়েছিল চীন।

এই দুই এশীয় প্রতিবেশী দেশের সম্পর্ক ভালো। দুই দেশের বাণিজ্য বাড়ছে। তাদের রাজনৈতিক মতাদর্শও এক। পারষ্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে। খবর ডয়চে ভেলের

ওয়াশিংটনের ন্যাশনাল ওয়ার কলেজের দক্ষিণপূর্ব এশিয়া বিশেষজ্ঞ জাছারি আবুজা বলেন, 'শি জিনপিং-কে লাল কার্পেট বিছিয়ে অভ্যর্থনা জানাবে ভিয়েতনাম।'

তিনি বলেন, 'চীন গতবছর নভেম্বরে ভিয়েতনামের নেতাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। এখন তারাও আশা করে, শি-কে যথোচিত সম্মান করবে ভিয়েতনাম।'

আরও পড়ুন: চীনে এক বছরে স্নাতক ১ কোটি ১৮ লাখ!

এই দক্ষিণপূর্ব এশিয়া বিশেষজ্ঞের বক্তব্য, 'চীন সবসময়ই ভিয়েতনামের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয়। ভিয়েতনামও সমমনোভাবাপন্ন দেশ। তাই ভিয়তনাম চীনের কাছে বাড়তি গুরুত্ব পায়।'

আবুজা বলেন, 'চীন একইসঙ্গে ভিয়েতনামকে নিয়ে কিছুটা অখুশি। কারণ, ভিয়েতনাম এখন মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সঙ্গীদের সঙ্গেও সম্পর্ক ভালো করছে। গত সেপ্টেম্বরে বাইডেন ভিয়েতনাম সফর করেছেন। তখন ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি, সহযোগিতা ও উন্নয়নের জন্য কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি সই হয়েছে।'

এর ফলে ভিয়েতনাম তাদের কৌশলগত অংশীদার হিসাবে যুক্তরাষ্ট্রও অন্তর্ভুক্ত করেছে। চীন, ভারত, রাশিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপানও তাদের স্ট্র্যাটেজিক পার্টনার।

চ্যাথাম হাউসের এশিয়া-প্যাসিপিক প্রোগ্রামের সঙ্গে যুক্ত বিল হেইটন বলেন, 'নিজেদের স্বাধীন সত্তা বজায় রাখতেই ভিয়েতনাম অন্যদের সঙ্গে সম্পর্ক আরো বাড়িয়েছে।'

তার মতে, 'চীন বিশাল বড় দেশ। কিন্তু ভিয়েতনাম চীনের কক্ষপথে সীমাবদ্ধ থাকতে চায় না। তারা এশিয়ার দেশগুলো ও চীনের সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে যুক্ত। আবার তারাই যুক্তরাষ্ট্র, ভারত ও জাপানের সঙ্গেও সম্পর্ক ভালো করছে। এভাবেই তারা সম্পর্কের ক্ষেত্রে নিজেদের স্বাধীন মনোভাব দেখাচ্ছে।'

আরও পড়ুন: চীনের বেল্ট অ্যান্ড রোড থেকে সরল ইতালি!

চীনের সঙ্গে ২০০৮ সালে ভিয়েতনামের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি হয়েছিল। চীনই হলো ভিয়েতনামের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। ২০২১ সালে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ২০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের বাণিজ্যের পরিমাণ একই বছরে ছিল ১১ হাজার কোটি ডলার।

শি ও ভিয়েতনামের নেতাদের মধ্য়ে আলোচনায় বাণিজ্য খুবই গুরুত্ব পাবে বলে জানিয়েছেন ইউসফ ইশাক ইনস্টিটিউটের গবেষক নুয়েন খাক জিয়াং। তিনি বলেন, 'শির এই সফরের ভূরাজনৈতিক গুরুত্ব খুব বেশি। আর এই সফরের ফলে দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে।'

তবে তিনি বলেছেন, 'চীনের নেতৃত্বাধান রাজনৈতিক উদ্য়োগে যোগ দেওয়া নিয়ে ভিয়েতনাম খুবই সাবধানে পা ফেলবে। দুই দেশই আর্থিক সহযোগিতার উপরেই জোর দেবে। ভিয়েতনাম চাইবে, চীন তাদের দেশে আরো বিনিয়োগ করুক।'

একে