images

আন্তর্জাতিক

পাকিস্তানের প্রেসিডেন্টকে অপসারণের জন্য সুপ্রিম কোর্টে আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

২৬ নভেম্বর ২০২৩, ০৮:৫৬ পিএম

পাকিস্তানের প্রেসিডেন্ট ডা. আরিফ আলভিকে অপসারণের জন্য দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। রোববার স্থানীয় গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে।

ডনের প্রতিবেদন অনুসারে, ‘সর্বোচ্চ পদের দায়িত্ব অনুযায়ী কাজ না করার এবং পক্ষপাতদুষ্ট হওয়ার অভিযোগে পাকিস্তানের প্রেসিডেন্টকে অপসারণের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। শনিবার ডা. আরিফ আলভির বিরুদ্ধে এ আবেদন করা হয়েছিল।’

গোলাম মুর্তজা খান নামে এক ব্যক্তি এ আবেদন করেন। তার পিটিশনে অভিযোগ করা হয়েছে যে পাকিস্তানের প্রেসিডেন্ট তার সাংবিধানিক দায়িত্ব এড়িয়ে গেছেন।

আরও পড়ুন: ছেলেদের সঙ্গে যোগাযোগের জন্য যা করলেন ইমরান খান

সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনে গোলাম মুর্তজা খান বলেন, ‘প্রেসিডেন্ট ডা. আরিফ আলভি সংবিধান লঙ্ঘন করেছেন এবং চরম অসদাচরণ করেছেন। তিনি প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব চালিয়ে যাওয়ার যোগ্য নন। এটা ঘোষণা করা দরকার যে তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে আর দায়িত্ব পালন করছেন না।’

তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্ট হিসেবে আলভির আইন অনুযায়ী কাজ করা দরকার এবং সাংবিধানিক বাধ্যবাধকতা মানা উচিৎ। কিন্তু তিনি ক্ষমতার অপব্যবহার করছেন এবং তার কথা ও আচরণে অবিরাম সংবিধান লঙ্ঘন করছেন।

আরও পড়ুন: এবার ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ

গোলাম মুর্তজার যুক্তি, প্রেসিডেন্ট সারা বিশ্বে সমগ্র জাতির প্রতিনিধিত্ব করেন। তাই তাকে এই দায়িত্ব পালন করতে হবে দেশপ্রেমে, আনুগত্য ও নিষ্ঠার সঙ্গে। প্রেসিডেন্টের কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করা উচিত ছিল না।

তার অভিযোগ, পাকিস্তানের প্রেসিডেন্ট ডা. আরিফ আলভি একটি দলের প্রতিনিধিত্ব করছেন। তিনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিনিধি হিসেবে কাজ করেন।

সূত্র : ডন

এমইউ