আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৩, ০৯:৪৮ পিএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগে মামলা করেছেন খাওয়ার মানেকা। ডন এ খবর প্রকাশ করেছে।
খাওয়ার বুশরা বিবির সাবেক স্বামী। তিনি পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ে এবং ব্যভিচারের অভিযোগে মামলা করেছেন।
একই ধরনের মামলার একজন আবেদনকারী প্রযুক্তিগত কারণ উল্লেখ করে তার আবেদন প্রত্যাহার করার এক দিন পরে খাওয়ার এ মামলা করেছেন।
আরও পড়ুন: ছেলেদের সঙ্গে যোগাযোগের জন্য যা করলেন ইমরান খান
এই সপ্তাহের শুরুতে খাওয়ার মানেকা তার বিবাহিত জীবন নষ্ট করার জন্য ইমরান খানকে দায়ী করেছিলেন।
তবে পিটিআই দলের নেতারা এসব অভিযোগের কঠোর সমালোচনা করেছেন। তারা খাওয়ার মানেকার এ ধরনের সাক্ষাত্কারের নৈতিক প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেন।
এমন সময়ে খাওয়ার মানেকা এ ধরনের মামলা করেছেন, যখন ইমরান খানের বিরুদ্ধে পিএমএল-এন দলের নেতারা বিভিন্ন বাজে মন্তব্য করছেন।
আরও পড়ুন: ইমরান খান আরও এক মামলায় অভিযুক্ত
বুশরা বিবির সাবেক এ স্বামী আজ ইসলামাবাদের সিনিয়র সিভিল জজ কুদরতুল্লাহর আদালতে একটি ব্যক্তিগত অভিযোগ জমা দিয়েছেন। সেখানে তিনি ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে পাকিস্তান পেনাল কোডের ধারা ৩৪(সাধারণ উদ্দেশ্য), ৪৯৬ (বিবাহ অনুষ্ঠানে জালিয়াতি) ও ৪৯৬বি (ব্যভিচার)-এর অধীনে মামলা করেছেন।
শুনানির সময় খাওয়ার মানেকা ফৌজদারি কার্যবিধির ধারা ২০০ (অভিযোগকারীর পরীক্ষা)-এর অধীনে একটি বিবৃতিও জমা দেন।
পরে আদালত মামলায় উল্লিখিত তিনজন সাক্ষীকে নোটিশ জারি করে। তারা হলেন, ইস্তেখাম-ই-পাকিস্তান পার্টির সদস্য আউন চৌধুরী, নিকাহ পরিচালনাকারী মুফতি মুহাম্মদ সাঈদ এবং মানেকার বাড়ির কর্মচারী লতিফ। তাদের ২৮ নভেম্বর (মঙ্গলবার) আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারক।
সূত্র : ডন
এমইউ