images

আন্তর্জাতিক

আবারও লেবানন থেকে ইসরায়েলে হামলা, ৫০টি গোলা নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

২৩ নভেম্বর ২০২৩, ০৬:০৯ পিএম

লেবানন থেকে ইসরায়েলে আবারও হামলা হয়েছে। এ সময় ইসরায়েলে ৫০টির বেশি প্রজেক্টাইল বা গোলা নিক্ষেপ করা হয়।

ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটা লেবানন থেকে চালানো অন্যতম বড় হামলা।

‘ইসরায়েলি আর্মি রেডিও’ নামের একটি গণমাধ্যম জানিয়েছে, ‘উত্তর ইসরায়েলের আপার গ্যালিলি শহরে প্রায় ৫০টি প্রজেক্টাইল বা গোলা নিক্ষেপ করা হয়েছিল।’

আরও পড়ুন: আল শিফা হাসপাতালের পরিচালককে গ্রেফতার করেছে ইসরায়েল

তাদের প্রতিবেদন অনুসারে, এ হামলার সময় লেবাননের সীমান্তের কাছের শহরগুলোতে এয়ার সাইরেন বেজে ওঠে এবং মানারা এলাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

লেবাননের সীমান্তের কাছের শহরগুলোতে এয়ার সাইরেন বেজে ওঠে এবং মানারা এলাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে যে তারা ধইরা এবং জল আল-আলম এলাকায় ইসরায়েলি সেনাদের দু’টি পদাতিক সমাবেশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তারা আরও জানিয়েছে, সাফেদ শহরের আইন জেইটিম ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা করা হয়েছে। 

অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, "লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে।"

ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে চুক্তি নিয়ে আলোচনার জন্য মন্ত্রিসভার বৈঠকের আগে একটি রেকর্ড করা ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, জিম্মিদের মুক্তি দেওয়া হলেই যুদ্ধ বন্ধ হয়ে যাবে - এই কথা বলা "বোকামি"।

তিনি জিম্মিদের ফিরিয়ে আনাকে তার 'সবচেয়ে বড় লক্ষ্য' বলে অভিহিত করেছেন।

আরও পড়ুন: গাজার পাশে দাঁড়ানো ‘পবিত্র দায়িত্ব’: পুতিন

তিনি বলেন- “যুদ্ধের অনেক পর্যায় আছে এবং জিম্মিদের ফেরার অনেক পর্যায় থাকবে, কিন্তু আমরা পুরোপুরি জয়ী না হওয়া পর্যন্ত থামব না। সব জিম্মিকে ফিরিয়ে আনা আমাদের সবচেয়ে পবিত্র দায়িত্ব।”

তিনি বলেন, হামাসকে নির্মূল করাও একটি লক্ষ্য এবং গাজায় এমন কিছু অবশিষ্ট থাকবে না - যা আবার ইসরায়েলকে হুমকির মুখে ফেলতে পারে।

তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়ে বলেছেন যে তিনি "এই চুক্তির পরিকল্পনা করতে সহায়তা করেছিলেন।"

সূত্র : আল-জাজিরা, বিবিসি

এমইউ