আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২৩, ০৫:৪২ পিএম
চীনে কয়লা খনি কোম্পানির অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে এ আগুন লাগে।
বৃহস্পতিবার সকালে চীনের শীর্ষ কয়লা উৎপাদনকারী অঞ্চল শানসি প্রদেশের ইয়ংজু কয়লা শিল্প ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।
লুলিয়াং শহরে কয়লা খনি কোম্পানির অফিস এবং ডরমিটরি-সহ চারতলা বিল্ডিং থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে খনি অঞ্চলে আগুন লাগেনি। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও তদন্ত চলছে।
আরও পড়ুন: বাইডেন-শির বৈঠকের বিষয়ে যা জানা গেল
উদ্ধারকারীরা অফিস প্রাঙ্গণ থেকে ৬৩ জনকে সরিয়ে নিয়েছে, তাদের মধ্যে ৫১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে বিকেলের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সোশ্যাল মিডিয়া সাইট ওয়েইবোতে পোস্ট করা ভিডিও ফুটেজে বিল্ডিং থেকে উজ্জ্বল শিখা এবং ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। তখন অসংখ্য লোক পার্কিং লটে দাঁড়িয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি প্রত্যক্ষ করছিল।
ভিডিওতে দেখানো ভবনটি ওয়েবসাইটে পোস্ট করা কয়লা কোম্পানির সদর দফতরের চিত্রের সঙ্গে মিলেছে।
আরও পড়ুন: ৬ বছর পর যুক্তরাষ্ট্রে চীনের প্রেসিডেন্ট
চীনের কয়লা উৎপাদনকারী কোম্পানিগুলো সাম্প্রতিক মাসগুলোতে খনিতে একাধিক দুর্ঘটনার জন্য তদন্তের অধীনে রয়েছে। নিরাপত্তা বিষয়ক বিভিন্ন ইস্যুতে তদন্ত ও পরিদর্শনের জন্য এসব খনিতে কয়লা উৎপাদন ব্যাহত হয়েছে।
এর আগে আগস্টে শানসি প্রদেশে একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় ১১ জন মারা গিয়েছিলেন।
সূত্র : আল-জাজিরা
এমইউ