images

আন্তর্জাতিক

সোয়া লাখ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ এবারের অক্টোবর

আন্তর্জাতিক ডেস্ক

০৮ নভেম্বর ২০২৩, ০৮:৫৬ পিএম

চলতি বছরের অক্টোবর ছিল এক লাখ ২৫ হাজার বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ অক্টোবর মাস। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা ‘ভার্চুয়েলি' এ তথ্য দিয়েছে।

বুধবার এক প্রতিবেদনের মাধ্যমে এ বিষয়টি জানায় ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষন বিষয়ক সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (থ্রিসিএস)৷

থ্রিসিএস এর আগে পুরো বছর সম্পর্কেও একই ধরনের আশঙ্কার কথা জানিয়েছিল। তখন চলতি বছরের সেপ্টেম্বরকেও উষ্ণতম উল্লেখ করে তারা বলেছিল, শেষ পর্যন্ত ২০২৩ সালটা ইতিহাসের উষ্ণতম বছর হলেও আশ্চর্যের কিছু থাকবে না। অক্টোবরের উষ্ণতা সেই আশঙ্কা আরও বাড়ালো।

আরও পড়ুন: পৃথিবীর জলবায়ু নিয়ে ভয়ঙ্কর বার্তা, ভাঙছে রেকর্ড

বুধবার থ্রিসিএস জানায়, সদ্য বিদায় নেওয়া অক্টোবর মাসে সারা বিশ্বের গড় উষ্ণতা আগের যেকোনো অক্টোবরের চেয়ে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। প্রতিবেদনে আরও বলা হয়, গত এক লাখ ২৫ হাজার বছরের মধ্যে আর কোনো বছরের অক্টোবর মাস এত উত্তপ্ত ছিল না।

বিজ্ঞানীরা মনে করেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে বৈশ্বিক উষ্ণতা দ্রুত বাড়ছে। ফলে আবহাওয়া চরম রূপ নিচ্ছে। প্রায় নিয়মিত বিরতিতে ঝড়ের তাণ্ডবের মূল কারণ হিসেবে বৈশ্বিক উষ্ণতার কথাই উল্লেখ করে আসছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন: ভয়াবহ পানি সংকটে বিশ্বের ৪০০ কোটি মানুষ

চলতি বছর চরম গরম যেমন পড়েছে, তেমনি বিশ্বের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টিও হয়েছে। সেপ্টেম্বর মাসেও ছিল চরম আবহাওয়ার দাপট। তখন গ্রিসে যেমন ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তাণ্ডব চলেছে, আবার প্রবল বৃষ্টির কারণে বন্যাও হয়েছে। 

সেই মাসে লিবিয়াতেও ভয়াবহ বন্যা হয়েছে। বন্যায় বিপর্যস্ত হয়েছে লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর ডার্না। কয়েক হাজার মানুষের প্রাণও কেড়ে নিয়েছে ওই বন্যা।

সূত্র : ডয়চে ভেলে

এমইউ