images

আন্তর্জাতিক

‘ফিলিস্তিনিরা প্রমাণ করেছে যে ইসরায়েল মাকড়সার জালের চেয়েও দুর্বল’

আন্তর্জাতিক ডেস্ক

০৩ নভেম্বর ২০২৩, ০৮:৩০ পিএম

ফিলিস্তিনিদের 'আল-আকসা ফ্লাড' অভিযান প্রমাণ করেছে যে ইসরায়েল মাকড়সার জালের চেয়েও দুর্বল। লেবাননের সংগঠন হিজবুল্লাহ'র প্রধান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এ মন্তব্য করেছেন। শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক লাইভ ভাষণে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, 'আল-আকসা ফ্লাড' অভিযান ফিলিস্তিনিদের সিদ্ধান্তে হয়েছে। ফিলিস্তিনিরাই সব কিছু করেছে, তারাই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। অভিযানের বিষয়টি অত্যন্ত গোপনীয় ছিল বলেই তা সফল হয়েছে।

হাসান নাসরুল্লাহ বলেন, 'আল-আকসা তুফান' অভিযান ছিল অত্যন্ত বীরত্বপূর্ণ এবং অত্যন্ত সফল। এর বাইরে ফিলিস্তিনিদের সামনে আর কোনো পথ বাকি ছিল না বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: ইসরায়েল-ফিলিস্তিনে যুদ্ধ ইস্যুতে ভাষণ দিচ্ছেন হেজবুল্লাহ প্রধান

হিজবুল্লাহ প্রধান বলেন, ফিলিস্তিনিদের আল-আকসা অভিযানের পর ইসরায়েলি বাহিনী নিজেরাই নিজেদের লোকদের হত্যা করেছে। তারা হামাসের কাছ থেকে ইহুদি উপশহরগুলো পুনরুদ্ধারের জন্য তাড়াহুড়োমূলক পদক্ষেপ নিয়েছে, পাগলামি করেছে। তারাই নিজেদের লোকদের ওপর তাণ্ডব চালিয়েছে, তাদের অস্ত্রের আঘাতে উপশহরে অনেক ইসরায়েলি প্রাণ হারিয়েছে। এখন ইসরায়েলে প্রকাশিত বিভিন্ন নিবন্ধে এসব তথ্য আসছে। ভবিষ্যতে তা আরও পরিষ্কার হবে।

নাসরাল্লাহ বলেছেন যে হিজবুল্লাহ ৮ অক্টোবর ইসরায়েলবিরোধী যুদ্ধে যোগ দিয়েছে। হামাসের অভিযানের পর দিন থেকে তারা ইসরায়েলে হামলা শুরু করে। ইসরায়েলবিরোধী যুদ্ধে হিজবুল্লাহর ৫৭ যোদ্ধা মারা গেছেন।

তিনি বলেন, হিজবুল্লাহ দিন দিন তাদের কার্যক্রম বাড়িয়েছে এবং ইসরায়েলকে গাজা বা অধিকৃত পশ্চিম তীরের পরিবর্তে লেবানন সীমান্তের কাছে তার সেনাদের নিয়োজিত রাখতে বাধ্য করছে।

হিজবুল্লাহ প্রধানের মতে, ইসরায়েলবিরোধী এ যুদ্ধটি একটি মানবিক, নৈতিক এবং ধর্মীয় স্তরের যুদ্ধ। এটার একটি স্পষ্ট, সৎ ও মহৎ উদ্দেশ্য আছে।

তিনি জানান, ইরাক এবং ইয়েমেনের শক্তিশালী ও সাহসী যোদ্ধারা এ পবিত্র যুদ্ধে জড়িত। এ কারণে তাদের অভিবাদন জানাই।

আরও পড়ুন: ইসরায়েল-লেবানন সীমান্তে ব্যাপক গোলাবর্ষণ ও সংঘাত

হিজবুল্লাহ প্রধান বলেন, হামাসের ‘আল-আকসা ফ্লাড’ অভিযানের ফলে ইসরায়েলে ভূমিকম্প সৃষ্টি হয়েছে। এ অভিযানের কৌশলগত এবং অস্তিত্বগত প্রভাব পড়বে ইসরায়েলের বর্তমান ও ভবিষ্যতের ওপরে।

নাসরাল্লাহ বলেছেন, ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধে হামাস একটি নতুন ঐতিহাসিক অধ্যায় সৃষ্টি করেছে। তিনি ফিলিস্তিনি সংগঠনটির সিদ্ধান্তকে সঠিক, বুদ্ধিদীপ্ত এবং সাহসী কাজ বলে অভিহিত করেছেন। তার মতে, হামাস এ যুদ্ধে জয়ী হয়েছে। তারা সঠিক সময়ে এ সামরিক অভিযানটি চালিয়েছে।

সূত্র : আল-জাজিরা, আল-মানার টিভি

এমইউ