আন্তর্জাতিক ডেস্ক
০২ নভেম্বর ২০২৩, ০৯:১৯ পিএম
ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার লেবাননের এ সংগঠনটি জানিয়েছে যে তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি ড্রোনটিকে ধ্বংস করেছে।
হিজবুল্লাহর দাবি, ভূপাতিতের সময় ইসরায়েলের ড্রোনটি দক্ষিণ লেবাননের আকাশ সীমায় অবস্থান করছিল। অপরদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর একটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে যে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও তাদের ড্রোনের কোনো ক্ষতি হয়নি।
এই সপ্তাহে দ্বিতীয়বারের মতো ইসরায়েলের ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হিজবুল্লাহ। এর আগেও তারা বলেছে যে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে তারা একটি ইসরায়েলি ড্রোন ধ্বংস করেছে।
আরও পড়ুন: ফিলিস্তিনিদের হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার নিহত
আল-মানার টিভির প্রতিবেদন অনুসারে হিজবুল্লাহ আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলেছে, ‘সীমান্তের আল-মালকিয়া ও হুনিন গ্রামের আকাশে উড়ার সময় ইসরায়েলি ড্রোনকে আঘাত করা হয়। ড্রোনটি অস্ত্র বহন করছিল।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, অস্ত্রবাহী ইসরায়েলি ড্রোনে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে ড্রোনটিতে আঘাত করার সঙ্গে সঙ্গে তা আকাশেই ধ্বংস হয়ে যায়। হিজবুল্লাহর বিবৃতির শেষাংশে সূরা আলে-ইমরানের ১২৬ নম্বর আয়াতের একাংশ জুড়ে দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে- 'আর সাহায্য তো শুধু পরাক্রান্ত, প্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকেই আসে।'
গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে লেবাননের হিজবুল্লাহ। হিজবুল্লাহর হামলায় এ পর্যন্ত দখলদার ইসরায়েলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। হিজবুল্লাহরও বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে।
হিজবুল্লাহর প্রকাশ করা তথ্যচিত্র অনুসারে, প্রতিরোধ যোদ্ধারা দু’টি ট্রুপ ক্যারিয়ার, দু’টি হামার এবং ৯টি ট্যাঙ্ক ধ্বংস করেছে। এছাড়া, ১২০ জন ইসরায়েলি সেনাকে লক্ষ্য করে নিখুঁত হামলা চালিয়েছে যাতে এসব সেনা নিহত ও আহত হয়েছে।
আরও পড়ুন: ‘দখলদার শক্তি হওয়ায় ইসরায়েলের আত্মরক্ষার অধিকার নেই’
এর পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের ২০৫টি সামরিক অবস্থানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং ৬৯টি যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করেছে। সেইসঙ্গে এ পর্যন্ত ১৪০টি নজরদারি ক্যামেরা এবং ১৭টি জ্যামিং সিস্টেম ধ্বংস করতে সফল হয়েছে।
হিজবুল্লাহ যোদ্ধারা গত ২৩ দিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে এবং ৩৩টি রাডার এবং ২৭টি গোয়েন্দা ডিভাইস ধ্বংস করার পাশাপাশি একটি ড্রোনও গুলি করে ধ্বংস করে। হিজবুল্লাহর হামলার মুখে ইসরায়েল সরকার লেবানন সীমান্তবর্তী অবৈধ বসতি থেকে ২৮টি কমিউনিটিকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে এবং ৬৫ হাজার ইহুদি বসতি স্থাপনাকারীকে ইসরায়েলের গভীর অভ্যন্তরে স্থানান্তরিত করা হয়েছে।
সূত্র : রয়টার্স, আল-মানার টিভি, আনাদোলু এজেন্সি
এমইউ