আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৪ পিএম
উইঘুর জাতিগোষ্ঠীর অধ্যাপক রাহিলে দাউতকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চীন। ‘রাষ্ট্রীয় নিরাপত্তা বিপন্ন’ করায় তাকে এই দণ্ড দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন দুই হুয়া ফাউন্ডেশনের বরাত দিয়ে বিবিসি প্রতিবেদনে বলা হয়, সাজার বিরুদ্ধে চলতি মাসে আপিলে হেরে যান ৫৭ বছর বয়সী রাহিলে দাউত।
ডুই হুয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জন কাম বলেছেন, অধ্যাপক রাহিলে দাউতকে যাবজ্জীবন সাজা দেওয়া নিষ্ঠুর ট্র্যাজেডি। এটি উইঘুর জনগণ এবং যারা একাডেমিক স্বাধীনতার কথা বলেন তাদের জন্য বড় ক্ষতি।
আরও পড়ুন: উইঘুর নারীদের অন্য গোষ্ঠীতে বিবাহে বাধ্য করছে চীন!
রাহিল দাউত জিনজিয়াং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি জাতিগত সংখ্যালঘু ফোকলোর রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা। ২০১৭ সালের শেষ দিকে জিনজিয়াং অঞ্চলে উইঘুরদের ওপর সরকারি দমনপীড়নের সময় তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছিল না। তবে গত মাসে জানা যায়, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তার মামলার বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিংয়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, তার কাছে এমন কোনো তথ্য নেই। তবে তার বিচার দেশের আইন অনুযায়ীই হবে।
শিনজিয়াংয়ে উইঘুরসহ বেশির ভাগ মুসলিম থাকা জাতিগোষ্ঠীর ওপর চীন মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে বলে অভিযোগ জানিয়েছে আসছে পশ্চিমারা।
আরও পড়ুন: পৃথিবীর গভীরের রহস্য জানতে ১১ কিলোমিটার গর্ত খুড়ছে চীন!
চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল জিনজিয়াং প্রদেশে এক কোটি ২০ লাখ উইঘুর নাগরিক বসবাস করে। এদের অধিকাংশ মুসলিম। গত কয়েক বছরে চীনা পুনঃশিক্ষাকেন্দ্রে ১০ লাখের বেশি উইঘুর নাগরিককে আটক করা হয়েছে বলে ধারণা করছে মানবাধিকার গোষ্ঠীগুলো। এ ছাড়া আরও হাজার হাজার মানুষকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে।
একে