images

আন্তর্জাতিক

‘তেল সরবরাহ কমানোর বিষয়ে সৌদি যুবরাজের সঙ্গে পুতিনের কথা হয়েছে’

আন্তর্জাতিক ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৬ পিএম

জ্বালানি তেল সরবরাহ কমানোর বিষয়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ কর্তৃপক্ষ এ তথ্য দিয়েছে।

এ বিষয়ে ক্রেমলিন বলেছে, ‘জ্বালানি তেল সরবরাহ কমানোর বিষয়ে সাম্প্রতিক চুক্তিগুলো বিশ্বব্যাপী জ্বালানি বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করেছে।’

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘রাশিয়া ও সৌদি আরবের এ দুই প্রভাবশালী নেতা ‘ওপেক প্লাস’ কাঠামোর আওতায় তাদের মধ্যেকার যৌথ সহযোগিতায় অত্যন্ত সন্তুষ্ট।’ ওপেক প্লাস হচ্ছে নেতৃস্থানীয় জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন।

আরও পড়ুন: সৌদিতে জমজমের পানি নিয়ে নতুন নির্দেশনা জারি

এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, তেলের উৎপাদন কমানোর বিষয়ে করা চুক্তিগুলো পণ্যের সরবরাহ সীমিত করার জন্য স্বেচ্ছাসেবী প্রতিশ্রুতির সঙ্গে মিল রেখে করা হয়েছে। এর মাধ্যমে বিশ্বব্যাপী জ্বালানি বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে।

এছাড়া সৌদি আরব ও রাশিয়া বছরের শেষ পর্যন্ত স্বেচ্ছায় জ্বালানি তেল সরবরাহ কমানোর মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনের রাজধানী ও ওডেসায় ভয়াবহ রুশ হামলা, নিহত ১

রাশিয়া প্রতিদিন তিন লাখ ব্যারেল জ্বালানি তেল রফতানি কমানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে সৌদি আরব স্বেচ্ছায় তার দেশের তেল রফতানি ১০ লাখ ব্যারেল কমিয়ে দেবে বলে জানিয়েছে।

সূত্র : আল-জাজিরা

এমইউ