images

অভিবাসন

যেসব দেশ অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়

ফিচার ডেস্ক

২৮ ডিসেম্বর ২০২২, ১০:৫৭ এএম

বাংলাদেশের পার্সপোর্টধারীরা বিশ্বের ৩১টি দেশে অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। এসব দেশ ভ্রমণে আগে থেকে ভিসা সংগ্রহের প্রয়োজন নেই। সংশ্লিষ্ট দেশের বিমানবন্দরে পৌঁছে ভিসা সংগ্রহ করা যায়। 

অন অ্যারাইভাল ভিসা কী?

অন অ্যারাইভাল ভিসা ভ্রমণের আগে সংগ্রহ করতে হয় না। যেসব দেশ এই ভিসা দেয় সেখানকার বিমানবন্দরে পৌঁছে ভিসা সংগ্রহ করতে হয়। 

VISAঅন অ্যারাইভাল ভিসার ক্ষেত্রে আগে পাসপোর্টে ভিসা সিল লাগানোর প্রয়োজন নেই। 

আরও পড়ুন:  ভিসা ছাড়া যেসব দেশে যাওয়া যায়

অন্যান্য ভিসার মতোই এই ভিসায়ও ফি দিতে হয়। একেক দেশে একেক রকম অন অ্যারাইভাল ভিসা ফি নির্ধারিত। আপনি ওই দেশে কতদিন অবস্থান করবেন তার ওপর ফি নির্ধারণ করা হয়। 

বাংলাদেশের পাসপোর্ট র‌্যাংক

বাংলাদেশ থেকে ভিসা ছাড়া কোন দেশে যাওয়ার বিষয়টি নির্ভর করে পাসপোর্টের র‌্যাংকের ওপর। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথোরিটির ডাটার ওপর ভিত্তি করে পাসপোর্ট ইন্ডেক্স প্রতিবছর পাসপোর্টের ভিসা প্রক্রিয়া যাচাই করে বিশ্বের দেশগুলোর র‍্যাংকিং প্রকাশ করে।

visa২০২২ এর পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী বাংলাদেশের ই-পাসপোর্টের র‍্যাংকিং ৮৯। এই র‌্যাংক অনুযায়ী বাংলাদেশি বৈধ পাসপোর্টধারীরা বিশ্বের মোট ৪৬টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। এছাড়াও ৩১টি দেশে অন অ্যারাইভাল ভিসা পাওয়া যায়।

বাংলাদেশিরা যেসব দেশে অন অ্যারাইভাল ভিসা পাবেন

১. অ্যাঙ্গোলা
২. বলিভিয়া
৩. বুরুন্দি
৪. কম্বোডিয়া
৫. কেপ ভার্দে
৬. কমোরোস
৭. কংগো
৮. জিবুতি
৯. ইথিওপিয়া
১০. গেবন
১১. গিনি
১২. গিনি বিসাউ
১৩. কেনিয়া
১৪. মাদাগাস্কার
১৫. মালাউই
১৬. মালদ্বীপ
১৭. মৌরিতানিয়া
১৮. নেপাল
১৯. নাইজেরিয়া
২০. রুয়ান্ডা
২১. সামোয়া
২২. সেশেলস
২৩. সিয়েরা লিওন
২৪. সোমালিয়া
২৫. দক্ষিণ সুদান
২৬. সুরিনাম
২৭. পূর্ব তিমুর
২৮. টেগো
২৯. টুভালু
৩০. উগান্ডা
৩১. উজবেকিস্তান

এসব দেশ ছাড়াও তিনটি দেশে বাংলাদেশের নাগরিকরা ইলেকট্রোনিক ট্রাভেল অথোরাইজেশন(ইটিএ) ভিসা পান। দেশ তিনটি হলো-আইভোরি কোস্ট, জ্যামাইকা এবং শ্রীলংকা

এজেড