অভিবাসন ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৫ এএম
আগামী বছর থেকে আশ্রয় প্রার্থনার আবেদন প্রত্যাখ্যান হওয়া অভিবাসীদের অর্থ ও আবাসন সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডসের নতুন ডানপন্থি সরকার৷ ৪ সেপ্টেম্বর নতুন সরকারের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশটির আশ্রয় ও অভিবাসন বিষয়ক মন্ত্রী মারিওলাই ফাবের৷ খবর ইনফো মাইগ্রেন্টসের।
মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, ‘যেসব আশ্রয়প্রার্থীর আশ্রয় আবেদন বাতিল করা হয়েছে এবং যারা বেশিদিন নেদারল্যান্ডসে থাকতে পারবেন না, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে সেসব ব্যক্তিদের জন্য অর্থ ও বাসস্থান সহযোগিতা বন্ধ করে দেয়া হবে৷’
গির্ট ওয়াইল্ডার্সের ডানপন্থি পপুলিস্ট পার্টি ফর ফ্রিডম (পিভিভি)-এর দলের নেতা ফাবের৷ তিনি জানিয়েছেন, দেশটির পাঁচটি প্রধান শহরের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷
আরও পড়ুন: ইতালিতে কৃষিখাতে অভিবাসীরা ‘দাসপ্রথা’র শিকার
উল্লেখ্য, এই প্রধান পাঁচটি শহর আশ্রয়প্রার্থীদের ‘বেড-বাথ-ব্রেড রেগুলেশন’ অনুযায়ী জরুরি সেবা দিয়ে থাকে৷
তিনি বলেন, ‘আমি ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে কাজ করছি, ভর্তুকি দিয়ে বাসস্থান সুবিধার জন্য নয়৷’
গৃহহীন মানুষদের কথা ভেবে ২০১৯ সাল থেকে দেশটির আমস্টারডাম, রটেরডাম, উট্রেখট, আইন্ডহোভেন এবং গরিঙ্গেন শহর প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদেরও বাসস্থান সুবিধা দিয়ে আসছে৷
তবে শহরগুলোর কর্তৃপক্ষ তাদের নিজস্ব খরচে এই সুযোগ-সুবিধা চালু রাখতে পারে৷ আমস্টারডাম জানিয়েছে অন্তত ২০২৫ সাল পর্যন্ত তারা এই সেবা অব্যাহত রাখতে চায়৷
ডাচ পাবলিক ব্রডকাস্টার এনওএস জানিয়েছে, সরকার প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের জন্য আর্থিক সহযোগিতা এবং বাসস্থানের জন্য বছরে প্রায় তিন কোটি ত্রিশ লাখ ইউরো ব্যয় করতো৷
সরকারের এই পদক্ষেপটিকে প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের নিজ দেশে বা অন্য কোনো দেশে ফেরত পাঠানো এবং দেশটিতে বসবাসরতদের অধিকার সুরক্ষায় একটি অন্তর্বর্তী পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে৷
তথ্যসূত্র: ইনফোমাইগ্রেন্টস
এজেড