images

হেলথ

বাংলাদেশেও নতুন ভাইরাস এইচএমপিভি শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি ২০২৫, ০২:২৭ পিএম

দেশে এক নারীর শরীরে হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। ওই নারী বর্তমানে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি রয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) আইইডিসিআরের সূত্র এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

আতঙ্ক ছড়াচ্ছে নতুন ভাইরাস এইচএমপিভি, করোনার মতোই বিপজ্জনক?

সূত্র জানায়, হাসপাতালে ভর্তি একজন রোগীদের দেহে হিউম্যান মেটানিউমো ভাইরাস শনাক্ত হয়েছে। ৩০ বছর বয়সী ওই রোগী একজন নারী। তার দেহে এইচএমপিভির পাশাপাশি ক্লেবসিয়েলা নিউমোনিয়া ব্যাকটেরিয়া পাওয়া গেছে। তার বর্তমান শারীরিক সমস্যার জন্য মূলত ব্যাকটেরিয়াটাই দায়ী। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল আছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, আক্রান্ত নারী কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকার বাসিন্দা। তার বিদেশ ভ্রমণের ইতিহাস নেই।

hmpv-virus1

তবে বাংলাদেশে এইচএমপিভি ভাইরাস শানাক্তের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০১৭ সালে প্রথমবারের মতো বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছিল বলে জানা গেছে।

এইচএমপিভি প্রথম শনাক্ত হয়েছিল ২০০১ সালে নেদারল্যান্ডসে। দুই বা তার বেশি মানুষের মধ্যে সরাসরি সংযোগের মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। এ ছাড়া সংক্রমিত কোথাও কিছু স্পর্শ করলে, তা থেকেও ভাইরাসটি ছড়ানোর ঝুঁকি থাকে।

এইচএমপিভির কারণে শ্বাসতন্ত্রের ওপরের অংশে মাঝারি ধরনের সংক্রমণ হয়। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই সংক্রমণকে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ থেকে আলাদা করা যায় না। বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিদের শরীরে সর্দিকাশি ও জ্বরের মতো উপসর্গ দেখা যায়।

আরও পড়ুন

এইচএমপিভি নিয়ে আতঙ্কের কিছু আছে কি?

সম্প্রতি চীন-জাপানে এইচএমপিভি ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। যার ফলে নতুন করে আলোচনা শুরু হয়। কয়েকদিন আগে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতে ভাইরাসটি শনাক্ত হয়। এরপর থেকে বিষয়টি নিয়ে নজরদারিতে রাখে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ। এর মধ্যেই বাংলাদেশেও ভাইরাসটি শনাক্তের কথা জানানো হয় আইইডিসিআরের পক্ষ থেকে।

এমএইচ/এমআর