images

হেলথ

ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি ২০২৫, ০৭:৫৭ পিএম

গত ২৪ ঘণ্টায় সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। নতুন বছরে এটিই ডেঙ্গুতে প্রথম মৃত্যু। এর আগের তিন দিন ডেঙ্গুতে কেউ মারা যায়নি।

শনিবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন বছরে টানা তিন দিন (১ থেকে ৩ জানুয়ারি) মৃত্যুহীন থাকার পর গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার একটি  হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ডেঙ্গুতে এর আগে একজনের মৃত্যু হয়েছিল গত বছরের শেষ দিন, ৩১ ডিসেম্বর। ২০২৪ সালে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।

সব মিলিয়ে নতুন বছরের প্রথম চার দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ২২১ জন। মৃত্যু হলো একজনের।

আরও পড়ুন

স্বাস্থ্যখাতের প্রধান শত্রু ছিল মশা, নীরবে ঝরেছে প্রাণ

গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৩ জন, ঢাকা বিভাগে আটজন, ময়মনসিংহ বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে দুইজন এবং বরিশাল বিভাগে নয়জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৩৬ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২১০ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ২২৬ জন।

দেশে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন।

জেবি