images

হেলথ

লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি ২০২৪, ১২:৫৮ পিএম

লাইসেন্স না থাকা সারাদেশের সব হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে এমন নির্দেশ দেন তিনি।

মন্ত্রী বলেছেন, লাইসেন্স ছাড়া হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিকগুলোকে নিজেদেরই বন্ধ করতে হবে। নয়তো কঠিন পদক্ষেপ নেবে মন্ত্রণালয়।

আরও পড়ুন

আয়ানের মৃত্যুতে দোষীদের শাস্তির আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সামন্ত লাল সেন বলেন, আমি নিজেও লাইসেন্সবিহীন হাসপাতালের ভুক্তভোগী। সুতরাং আমি কখনই এ বিষয়ে ছাড় দেব না।

‘আপনারা জানেন, এরইমধ্যে আমি বলেছি দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান থাকবে। তেমনি অনুমোদনবিহীন হাসপাতালের ব্যাপারেও ছাড় দেওয়া হবে না।’-বলেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় ইউনাইটেড মেডিকেল কলেজে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর বিষয়েও কথা বলেন তিনি। সামন্ত লাল বলেন, আয়ানের মৃত্যুর ঘটনায় কমিটির প্রতিবেদন সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এমন কার্যক্রম সমর্থনযোগ্য নয়।

এমআর