images

বিনোদন

কেন বয়সে বড় পুরুষদের বিয়ে করেছেন এই বলি তারকারা

বিনোদন ডেস্ক

১৪ মার্চ ২০২৩, ০৯:১৪ এএম

ভালোবাসা যতই থাকুক, টাকা না থাকলে সেই ভালোবাসা জানালা দিয়ে পালায়। এ কথা বড়দের কাছে বহুবার শুনেছি আমরা। আর সেকারণেই বর্তমানে ভালোবাসার চাইতে বেশি প্রাধান্য পেয়েছে টাকা। এমন অনেক নারী আছেন যারা পুরুষের টাকা দেখেই তাকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। আর যারা এই কাজ করেন তাদের বলা হয় গোল্ড ডিগার। তবে জানেন কি এমন গোল্ড ডিগার অভিনেত্রী রয়েছেন বলিউডেও।

জেনে অবাক হলেন তাইতো? কিন্তু অবাক লাগলেও একথা একেবারেই সত্যি। বলিউডের এমন নয়জন অভিনেত্রী রয়েছেন যারা নিজের থেকে বয়সে অনেকটাই বড় পুরুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন টাকার জন্য। আর সেই তালিকায় কে কে রয়েছেন তা জানাব আজকের এই বিশেষ প্রতিবেদনে।

বিদ্যা বালান: বলিউড জগতে বেশ জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। অনেকেই তাকে দিয়েছেন গোল্ড ডিগার তকমা। কারণ তিনি সাত পাকে বাঁধা পড়েছিলেন প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে। বলিপাড়ায় কান পাতলেই শোনা যায়, অভিনেত্রীর আগেও দুবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন সিদ্ধার্থ।

Bidya

রানী মুখার্জী: অভিনয় জগত শুরুর প্রথমেই পরিচালক তথা যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। তিনি বয়সে অনেকটাই বড় অভিনেত্রীর থেকে।

কারিশমা কাপুর: ধনী ব্যাবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ে সেরেছিলেন এই নায়িকা। শোনা যায়, টাকার জন্যই নাকি বিয়ে করেছেন তিনি। যদিও খুব বেশিদিন টেকেনি সেই সম্পর্ক।

Karishma

জুহি চাওলা: বলিউডের নামি অভিনেত্রীদের তালিকায় রয়েছেন জুহি চাওলা। তিনি সাত পাকে বাঁধা পড়েছেন নামি ব্যবসায়ী জয় মেহতার সঙ্গে। শোনা যায়, অভিনেত্রীর থেকে বয়সে অনেকটাই বড় তার স্বামী।

Juhi

সেলিনা জেটলি: একসময় বলিউডে চলেছে তার রাজত্ব। বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে হঠাৎ করেই অভিনয় জগত ছেড়ে সাত পাকে বাঁধা পড়েন এই অভিনেত্রী। বিয়ে করেন ব্যবসায়িক পিটার হ্যাগেরকে।

Selina

শিল্পা শেঠি: ৯০-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। আজও যৌবনে ভরপুর এ নায়িকা। তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। অনেকেরই মতে, টাকার জন্যই ডিভোর্সী রাজের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন এই অভিনেত্রী।

Shilpa Shetty

অমৃতা অরোরা: গোল্ড ডিগার অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে অমৃতা অরোরার। বলিউড জগতে পা রাখলেও সেভাবে জনপ্রিয়তা পাননি তিনি। এরপরেই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন ব্যবসায়ী শাকিল লাদাকের সঙ্গে।