রানী মুখার্জীর দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন চাউর। স্বামী আদিত্য চোপড়ার সঙ্গে সিদ্ধি বিনায়ক মন্দিরে গিয়েছিলেন তিনি। সেখানে আগে থেকে হাজির থাকা ছবি শিকারিদের ক্যামেরায় ধরা পড়ে তার বেবি বাম্পের ছবি। তাদের সামনে হাসিমুখে পোজ দেওয়ার সময় ওড়না দিয়ে বেবি বাম্প ঢেকেছেন।
ধারণা করা হচ্ছে, অনাগত সন্তানের জন্য মন্দিরে গিয়েছিলেন রানী। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি। যদিও এর আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি পরিবার বড় করতে চান। সেই কথায় ফের সন্তান নেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন।
বিজ্ঞাপন
অন্যদিকে বলিউডের অনেকে বলছেন, সামনেই রানীর ‘মিসেস চ্যাটার্জী বনাম নরওয়ে’ সিনেমা মুক্তি পাবে। নতুন ছবির মঙ্গল কামনায় মন্দিরে গিয়েছিলেন তিনি।
গত কয়েকমাসে বি-টাউনের অনেক নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা গেছে। তাদের মধ্যে আছেন—আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও ঐশ্বরিয়া রাই।
আরএসও

