বিনোদন ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৭ পিএম
ক্যারিয়ারের সেরা সময় পার করে এসেছেন কারিনা কাপুর। আজকাল স্বামী, সন্তানকেই বেশি সময় দেন তিনি। তবুও মনে পুষে রেখেছেন প্রেমের তৃষ্ণা। সুযোগ পেলেই হলিউড অভিনেতা রায়ান গসলিংয়ের সঙ্গে প্রেম করতে চান তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
আরও পড়ুন: এই কারণে গর্ভধারণে রাজি ছিলেন না কারিনা
হিন্দিতে তৈরি হতে চলেছে হলিউডের মার্ভেল ইউনিভার্সের ‘ওয়েস্টল্যান্ডার্স’ সিরিজটি। এ সিরিজে ‘ব্ল্যাক উইডো’র চরিত্রে কণ্ঠ দেবেন কারিনা। এ প্রসঙ্গে কথোপকথনের সময় সংবাদমাধ্যমকে জানান, মনে পুষে রেখেছেন ‘দ্য নোটবুক’ খ্যাত অভিনেতা রায়ান গসলিংকে। সুযোগ পেলেই তার সঙ্গে প্রেম করবেন তিনি।

এদিকে সমসাময়িকদের অনেকেই হলিউডে নাম লিখিয়েছেন। তবে কারিনাকে দেখা যায়নি সেখানকার পর্দায়। এ প্রসঙ্গেও কথা বলেছেন তিনি। কারিনা বলেন, ‘আমি কখনও হলিউডে কাজ করতেই চাইনি। আমি এখানে সংসার পেতেছি। আমার দুই সন্তান এখনও অনেক ছোট, তাদের ছেড়ে আমি যেতেই পারব না।’
আরও পড়ুন: আগের চেয়ে ভালো আছেন কুমার বিশ্বজিতের ছেলে
‘মার্ভেল ইউনিভার্সে’র সিরিজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এ তারকা। তিনি বলেন, ‘শিল্পীরা এখান থেকে হলিউডে যাচ্ছেন, যদি সেখান থেকেও শিল্পীরা আমাদের দেশে আসেন কাজ করতে, তা হলে আমরা সম্মানিত হব। আমি রায়ান গসলিংয়ের সঙ্গে কাজ করতে চাই।’

‘ওয়েস্টল্যান্ডার্স’-এ কণ্ঠ দেওয়ার মাধ্যমে হলিউডে নাম লেখাচ্ছেন কারিনা। খবরটি প্রথম তিনি ভাগ করেছিলেন স্বামী সাইফ আলী খানের সঙ্গে। সইফ তাকে বেশ উৎসাহ দিয়েছিলেন কাজটি লুফে নিতে। এ যাত্রায় তিনি হচ্ছেন কারিনার সঙ্গী। ‘পিটার কুইল’-এর চরিত্রে কণ্ঠ শোনা যাবে সাইফের।
আরআর