images

বিনোদন

প্রথম ভালোবাসা দিবসে গৌরীকে কী দিয়েছিলেন শাহরুখ?

বিনোদন ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৫ পিএম

বলিউডের ‘পাওয়ার কাপল’ হিসেবে শাহরুখ-গৌরীর গ্রহণযোগ্যতা সবার ওপরে। ঠুনকো বিষয় নিয়ে যেখানে তারকাদের সংসার ভেঙে যায় সেখানে তারা দুজন সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছেন।  

আজ ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে আড্ডা দিয়েছেন শাহরুখ। সেখানেই এক অনুরাগীর প্রশ্নের জবাবে প্রথম ভালোবাসা দিবসে স্ত্রী গৌরীকে দেওয়া উপহারের কথা জানান কিং খান।

টুইটারে আয়োজিত Ask SRK নামের এ সেশনে শাহরুখ তার অনুরাগীদের অসংখ্য প্রশ্নের উত্তর দিয়েছেন। সিনেমা ও ব্যক্তিগত জীবন নিয়ে ছিল প্রশ্নগুলো। হঠাৎ কিং খানকে এক অনুরাগী প্রশ্ন করেন, ‘প্রথম ভালোবাসা দিবসে কী উপহার দিয়েছিলেন আপনি গৌরী ম্যামকে?’

ভক্তের এ প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, ‘আমার যদি ঠিকভাবে মনে থাকে, যদিও ৩৪ বছর হয়ে গেছে, তাহলে একটা গোলাপি রঙের প্লাস্টিকের কানের দুল।’

শাহরুখ গৌরীর প্রথম দেখা ১৯৮৪ সালে। তখন বলিউড বাদশাহ হননি। এক ঘরোয়া পার্টিতে গৌরীকে প্রথম নাচতে দেখেই প্রেমে পড়েন শাহরুখ। এরপর গৌরীর কাছে এগিয়ে যান তিনি। একসঙ্গে নাচের প্রস্তাবও দেন। কিন্তু গৌরী মানা করে দিয়ে বলেন, “আমি আমার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি!”

যদিও পরে শাহরুখ জানতে পারেন বয়ফ্রেন্ড নয়, নিজের ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন গৌরী। তখন শাহরুখ এগিয়ে এসে বলেন, “মুঝে ভি আপনা ভাই সামঝো।”

শুরুটা এভাবেই হয়েছিল তাদের। পরে দীর্ঘ পাঁচ বছর গোপনে প্রেম করে বেড়ান দুজন। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল গৌরীর পরিবার। একসময় শাহরুখ-গৌরীর ভালোবাসার কাছে হার মানেন তারা। ফলস্বরূপ ১৯৯১ সালের ২৫ অক্টোবর দুই পরিবারের সবাইকে নিয়ে হিন্দুমতে বিয়ে করেন শাহরুখ-গৌরী।

আরআর