বলিউডের ‘পাওয়ার কাপল’ হিসেবে শাহরুখ-গৌরীর গ্রহণযোগ্যতা সবার উপরে। ঠুনকো বিষয় নিয়ে যেখানে তারকাদের সংসার ভেঙে যায় সেখানে তারা দুজন সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছেন।
১৯৮৪ সালের কথা। শাহরুখ তখন বলিউড বাদশাহ হননি। এক ঘরোয়া পার্টিতে গৌরীকে প্রথম নাচতে দেখেই প্রেমে পড়েন শাহরুখ। এরপর গৌরীর কাছে এগিয়ে যান শাহরুখ। একসঙ্গে নাচের প্রস্তাবও দেন। কিন্তু গৌরী মানা করে দিয়ে বলেন, “আমি আমার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি!”
বিজ্ঞাপন
যদিও পরে শাহরুখ জানতে পারেন বয়ফ্রেন্ড নয়, নিজের ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন গৌরী। তখন শাহরুখ এগিয়ে এসে বলেন, “মুঝে ভি আপনা ভাই সামঝো।”

এভাবেই শুরু হয় দু’জনের আলাপ। কিছুদিন যেতে না যেতেই গৌরীকে নিয়ে বেশ আগ্রহী হয়ে ওঠেন শাহরুখ, যার কারণে গৌরী বিরক্ত হন। শাহরুখকে না জানিয়ে বন্ধুদের সঙ্গে মুম্বাই চলে যান। গৌরী চলে যাওয়ার পর শাহরুখ বুঝতে পারেন, তিনি তাকে কতোটা ভালোবাসেন।
এরপর শাহরুখ তার মাকে সব খুলে বলেন। মায়ের দেওয়া টাকা সঙ্গে নিয়ে গৌরীকে খুঁজতে তিনিও মুম্বাই যান। সারাদিন ধরে নানা জায়গায় খুঁজতে থাকেন। গৌরীকে খুঁজে না পেয়ে হতাশ শাহরুখ মুম্বাইয়ের এক সমুদ্রসৈকতে যান। সেখানেই দেখা মেলে গৌরীর। দেখা হতেই কেঁদে ফেলেন দু’জনই। দু’জনই উপলব্ধি করেন ভালোবাসার বিষয়টি। এরপরই বিয়ের সিদ্ধান্ত নেন। কারণ তারা বুঝেছিলেন, একে অপরকে ছেড়ে থাকতে পারবেন না।
বিজ্ঞাপন
কিন্তু এরপর শুরু হয় অন্য গল্প। কারণ গৌরী হিন্দু ব্রাহ্মণ। স্বভাবতই গৌরীর পরিবার একজন মুসলমান ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন না। শাহরুখের সিনেমায় কাজের কথা শুনে গৌরীর বাড়ির সবাই আরও বেঁকে বসেন। তা সত্ত্বেও প্রায় পাঁচ বছর ধরে লুকিয়ে প্রেম করেন তারা। একসময় বাড়ির সবাই তাদের ভালোবাসার কাছে হার মানেন। ১৯৯১ সালের ২৫ অক্টোবর দুই পরিবারের সবাইকে নিয়ে হিন্দুমতে বিয়ে করেন শাহরুখ-গৌরী।
আরএসও