বিনোদন ডেস্ক
০১ জানুয়ারি ২০২৩, ০৭:১৭ পিএম
ভেঙে গেছে পরীমণি ও রাজের সংসার। আজ রোববার বিকেলে সামাজিক মাধ্যমে স্পষ্টভাবে বিচ্ছেদের খবর জানিয়েছেন পরীমণি। কিন্তু এ কলহ প্রকাশ্যে আসার পর থেকেই মুখে কুলুপ এঁটে রেখেছিলেন রাজ। এবার তিনি মুখ খুললেন। জানালেন, এসবের কিছুই জানেন না তিনি।
পরীর সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে রাজ আজ রোববার দুপুরে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি আসলে এসব ইস্যুতে কিছুই বলতে চাই না। কী হচ্ছে, এসবের কিছুই আমি জানিও না। জানতেও চাই না। আমি বাসায় আছি। সারা রাত ঘুমাইনি। এখন ঘুমাচ্ছি, ঘুমানোর চেষ্টা করছি।’
এদিকে রাজের বিরুদ্ধে মারধোরের অভিযোগ এনে ঘর ছেড়েছেন পরী। তাদের দাম্পত্য জীবনের কলহ সামনে আসে শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে। পরীমণি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।’
তারপর শনিবার রাতে পরীমণি জানান, অভিমান ভুলে রাজের কাছে ফিরে গিয়েছেন। কিন্তু এর কায়েকঘণ্টা পর মধ্যরাতে ফেসবুকে রক্তাক্ত বিছানা ও কোলবালিশের ছবি প্রকাশ করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি নিউ ইয়ার। আগামীকাল সংবাদ সম্মেলন, লোডিং…।’
গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। চলতি বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।
আরআর