রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

রক্তাক্ত পরীমণি, বিচ্ছেদ ঘটনার নতুন মোড়!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৩, ০৯:৩৬ এএম

শেয়ার করুন:

রক্তাক্ত পরীমণি, বিচ্ছেদ ঘটনার নতুন মোড়!

পরীমণির বিচ্ছেদ ঘটনা ক্ষণে ক্ষণে রঙ বদলাচ্ছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের স্বামী শরিফুল রাজের সঙ্গে সংসার জীবনের ইতি টানার কথা জানিয়েছিলেন এ নায়িকা। শিগগিরই তাকে ডিভোর্স লেটার পাঠাবেন বলেও জানিয়েছিলেন তিনি।

তারপর শনিবার রাতে পরীমণি জানান, অভিমান ভুলে রাজের কাছে ফিরে গিয়েছেন। কিন্তু এর কায়েকঘণ্টা পর মধ্যরাতে ফেসবুকে রক্তাক্ত বিছানা ও কোলবালিশের ছবি প্রকাশ করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি নিউ ইয়ার। আগামীকাল সংবাদ সম্মেলন, লোডিং…।’


বিজ্ঞাপন


Pori

এর আগে শুক্রবার দিবাগত রাতে পরীমণি ফেসবুকে স্ট্যাটাস দেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।’

 এ সম্পর্কিত আরও খবর
সিনেমার প্রচারেই কি পরীমণির বিচ্ছেদ-নাটক?
বাসা থেকে বেরিয়ে এসেছি, শিগগিরই ডিভোর্স: পরীমণি
পরীর জীবনটা আমার মতো: তসলিমা নাসরিন

গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। চলতি বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।


বিজ্ঞাপন


/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর