images

বিনোদন

রাজ্যকে নিয়ে রাজের পোস্টের কোথাও নেই পরীমণি

বিনোদন ডেস্ক

০১ জানুয়ারি ২০২৩, ০৬:১৫ পিএম

ভেঙে গেছে পরীমণি ও রাজের সংসার। আজ রোববার বিকেলে সামাজিক মাধ্যমে স্পষ্টভাবে বিচ্ছেদের খবর জানিয়েছেন পরীমণি। কিন্তু এ কলহ প্রকাশ্যে আসার পর থেকেই মুখে কুলুপ এঁটে রেখেছিলেন রাজ।

এখনও তিনি নিশ্চুপ। স্ত্রীকে নিয়ে একটি শব্দও খরচ করেননি। তবে বিচ্ছেদ সম্পর্কিত পরীমণির দেওয়া পোস্টের কিছু সময় আগে নেটদুনিয়ায় পুত্র রাজ্যের উদ্দেশ্যে কিছু কথা লিখেছেন রাজ।

আজ রোববার বিকেলে নিজের ফেসবুকে রাজ একট ছবি দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, পুত্র রাজ্যকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় পুত্র, সামনে তোমার দারুণ একটি বছর ও সময় কাটুক। আসন্ন এই বছরে তোমার সুস্বাস্থ্য ও আনন্দঘন সময় কামনা করছি। আমার হৃদয় সবসময় তোমার ভালোবাসায় পরিপূর্ণ। তুমি যতই বড় এবং শক্তিশালী হও ব্যাপার না! তোমার প্রতি আমার যে ভালোবাসা আছে কখনও তুমি তা অতিক্রম করে যেতে পারবে না।’

রাজের বিরুদ্ধে মারধোরের অভিযোগ এনে ঘর ছেড়েছেন পরী। তাদের দাম্পত্য জীবনের কলহ সামনে আসে শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে। পরীমণি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।’

তারপর শনিবার রাতে পরীমণি জানান, অভিমান ভুলে রাজের কাছে ফিরে গিয়েছেন। কিন্তু এর কায়েকঘণ্টা পর মধ্যরাতে ফেসবুকে রক্তাক্ত বিছানা ও কোলবালিশের ছবি প্রকাশ করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি নিউ ইয়ার। আগামীকাল সংবাদ সম্মেলন, লোডিং…।’

গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। চলতি বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।

আরআর