বিনোদন ডেস্ক
২১ ডিসেম্বর ২০২২, ০৫:৪০ পিএম
আফরান নিশোকে নিয়ে সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী। এ খবর শুনতেই সুপারস্টার শাকিব খানের ভক্তদের মনে জমেছিল হতাশার কালো মেঘ। কেননা এর আগে শাকিবকে নিয়ে ‘প্রেমিক’ শিরোনামের একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন রাফী। কিন্তু সময় বয়ে গেলেও ছবিটি সম্পর্কে আর কিছু জানাননি।
এরইমধ্যে নিশোকে নিয়ে ছবির ঘোষণা ও নায়িকার নাম প্রকাশের ঘটনা শাকিবিয়ানদের বুকে রীতিমতো শেলের মতো বিধেছিল। তাদের এ যন্ত্রণা লাঘব করতে তখন এগিয়ে এসেছিলেন রাফী। জানুয়ারিতে ছবিটির শুটিংয়ে নামবেন বলে জানিয়েছিলেন। এতে আশায় বুক বেঁধেছিলেন শাকিবিয়ানরা। নতুন খবর হচ্ছে, শাকিবের না আগে নিশোর সিনেমার শুটিং শুরু হচ্ছে। সংবাদমাধ্যমকে রাফী নিজেই জানিয়েছেন এ কথা।
এ প্রসঙ্গে রাফী বলেন, “শাকিব খান, নিশো দুই মাধ্যমের দুই সুপারস্টার। আগামী জানুয়ারিতে ‘সুড়ঙ্গ’ ছবির শুটিং শুরু করব। পরে হবে ‘প্রেমিক’।”
তিনি আরও বলেন, “তবে দুটি ছবিরই প্রি-প্রোডাকশন চলছে। দুটি কাজই আমার কাছে গুরুত্বপূর্ণ। যেহেতু ‘সুড়ঙ্গ’-এর কাজ আগেই হাতে নিয়েছিলাম, তাই এটি আগে শুটিং শুরু করব।”
কয়েক মাস আগে শাকিবকে নিয়ে ‘প্রেমিক’ ছবির ঘোষণা দেন রাফী। এ খবর শুনে বেশ চাঙা হয়ে উঠেছিলেন কিং খানের ভক্তরা। কেননা মেধাবী পরিচালক রাফীর সিনেমায় অনেকদিন ধরেই চাইছিলেন তারা। জানা গিয়েছিল, সিনেমাটি প্রযোজনা করবেন টপি খান। তার সঙ্গে এসকে ফিল্মসও যুক্ত থাকবে। শাকিবের বিপরীতে দেখা যাবে নতুন কোনো নায়িকা।
আরআর