images

বিনোদন

নিজের শহরে শুটিংয়ে ব্যস্ত জায়েদ খান

বিনোদন ডেস্ক

১৮ ডিসেম্বর ২০২২, ০৬:৫১ পিএম

আজকাল অভিনয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন জায়েদ খান। কিছুদিন আগে শেষ করলেন ‘বাহাদুরী’ নামের একটি ছবির কাজ। এখন ব্যস্ত আছে অন্য একটি ছবি নিয়ে। ‘সোনার চর’ নামের এ ছবির দৃশ্যধারণের কাজ চলছে তার নিজের শহর পিরোজপুরে। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জায়েদ নিজেই জানিয়েছেন।

আজ রোববার নিজের ফেসবুকে শুটিংয়ের মুহূর্তের একটি ছবি প্রকাশ করেছেন জায়েদ। সেখানে তিনি লিখেছেন, “নিজের প্রাণের শহর, পিরোজপুরে এসেছি, জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’ চলচ্চিত্রের শুটিংয়ের জন্য। এটা আমার জন্মস্থান পিরোজপুর দ্বিতীয় কোনো চলচ্চিত্রের শুটিং। এর আগে ‘অন্তর জ্বালা’ চলচ্চিত্রের শুটিং করেছি এখানে। সবাই দোয়া করবেন।”

‘সোনার চর’ সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হাসান। এই ছবিতে একসঙ্গে অভিনয় করছেন মৌসুমী, ওমর সানী ও জায়েদ খান। আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

কিছুদিন আগে শেষ করা ‘বাহাদুরী’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন মৌ খান। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, পরীমণি, সাইমন সাদিক প্রমুখ। সিনেমাটি পরিচালনা করছেন শফিক হাসান।

আরআর