চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে জটিলদা কাটেনি। পদটিতে স্থিতাবস্থা আদেশ দিয়েছেন আদালত। চূড়ান্ত রায়ের আগে কেউ দায়িত্ব পালন করতে পারবেন না। যদিও আদালতের রায় উপেক্ষা করে নিপুণ সাধারণ সম্পাদকের আসনে বসেছেন।
এদিকে আদালতের আদেশকে সম্মান জানিয়ে রায়ের অপেক্ষায় আছেন জায়েদ খান। তিন মাস ধরে এফডিসিতে যান না এ নায়ক। কোনো শুটিংও করছেন না। এখন তিনি তার গ্রামের বাড়ি পিরোজপুরে অবস্থান করছেন। বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিয়োজিত রাখছেন। সেসব ছবি প্রকাশ করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিজ্ঞাপন
এদিকে অনেকে ধারণা করছেন, হয়ত জায়েদ আর ঢাকায় ফিরবেন না। গ্রামেই স্থায়ী হবেন। কিন্তু তেমনটা হচ্ছে না। কিছু কাজে পিরোজপুর গিয়েছিলেন।
একটি গণমাধ্যমকে জায়েদ বলেন, ‘ব্যক্তিগত কাজে গত ১৫ দিন ধরে নিজের এলাকা পিরোজপুরে আছি। বাবা মায়ের কবরস্থান ঠিকঠাক করাসহ কিছু কাজ ছিল সেগুলো করেছি। আগামী ৪ থেকে ৫ দিন পর ঢাকায় ফিরব।’
সম্প্রদি দুর্গাপূজার অনুষ্ঠানে জায়েদকে দেখতে হাজার হাজার মানুষের ভিড় লেগেছিল একটি পূজামণ্ডপে। এ নিয়ে নায়ক বলেন, ‘পিরোজপুরের নেছারাবাদের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলাম। আমার আসার কথা শুনে ঝড়-বৃষ্টির মধ্যেও ৩০ হাজার মানুষ উপস্থিত হয়েছিল। এ ছাড়া আমার একটি সংগঠনের মাধ্যমে বিভিন্ন এলাকায় সহস্রাধিক বনজ ও ফলদ গাছ বৃক্ষরোপণ করেছি।’
দীর্ঘদিন এফডিসিতে না যাওয়া প্রসঙ্গে জায়েদ বলেন, ‘প্রায় ৩ মাস হয়ে গেছে এফডিসি যাওয়া হয় না। অনেকে মনে করে অন্য কারো ভয়ে হয়তো এফডিসিতে যাচ্ছি না। আসল কথা হচ্ছে এফডিসিতে এখন আর যাওয়ার পরিবেশ নেই। আমরা যে সুন্দর একটা পরিবেশের জন্ম দিয়েছিলাম সেটি এখন আর নেই। এখন সেখানে ইউটিউবারসহ অনেকেই এসে পরিবেশটা একেবারে নষ্ট করে দিয়েছে। কারা তাদের এখানে আসার সুযোগ দিয়েছে এটা এখন সবাই জানে।’
বিজ্ঞাপন
সবশেষ জায়েদ ‘সোনার চর’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন। ৮-৯ মাস আগে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। ঢাকায় ফিরে ডাবিং শেষ করবেন বলে জানালেন।
/আরএসও