বিনোদন ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২২, ০১:৫৬ পিএম
অশ্লীলতা ও ধর্ম অবমাননার অভিযোগ এনে শাহরুখ খানের ‘পাঠান’ বয়কটের ডাক দিয়েছে ভারতের বিভিন্ন সংগঠন। শাহরুখের কুশ পুত্তলিকা দাহ করেছে তারা। এবার তাদের কড়া জবাব দিলেন এ তারকা।
গতকাল ১৫ ডিসেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরের উদ্বোধন হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আমন্ত্রণে এ অনুষ্ঠানে এসেছিলেন শাহরুখ। সেখানেই ‘পাঠান’ বয়কট প্রসঙ্গে কথা বলেন তিনি।
ইঙ্গিতে বয়কটকারীদের সীমিত চিন্তার অধিকারী উল্লেখ করে শাহরুখ বলেন, ‘সামাজিক মাধ্যম থাকায় এখন অনেকেরই চিন্তাভাবনার পরিসরটা ছোট হয়ে আসছে। তবে আমার বিশ্বাস সিনেমা এর চেয়ে অনেক বড়। এবং সব কিছুর ঊর্ধ্বে উঠে সে নিজের মতো টিকে থাকবে।’
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটি নিয়ে ভক্তদের উন্মাদনাটা দেখার মতো। এই উন্মাদনা জিইয়ে রাখতে তিনি একটু একটু করে উন্মোচন করছিলেন ছবিটির আবরণ। তারই ধারাবাহিকতায় প্রকাশ পেয়েছে মুক্তিপ্রতীক্ষিত এ সিনেমার গান ‘বেশরম রঙ’।
গানটিতে সুঠামদেহী শাহরুখের সঙ্গে দেখা গেছে স্বল্পবসনা দীপিকা পাড়ুকোনকে। শাহরুখ অনুরাগীদের মন ভরে গেছে তাদের রসায়নে। তবে গানটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে একটি অংশ। সিনেমাটি বয়কটের ডাক দিয়েছেন তারা।
আরআর