মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শাহরুখের কুশপুত্তলিকা দাহ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২, ০৭:০৮ পিএম

শেয়ার করুন:

শাহরুখের কুশপুত্তলিকা দাহ

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটি নিয়ে ভক্তদের উন্মাদনাটা দেখার মতো। এই উন্মাদনা জিইয়ে রাখতে তিনি একটু একটু করে উন্মোচন করছেন ছবিটির আবরণ। তারই ধারাবাহিকতায় প্রকাশ পেয়েছে মুক্তিপ্রতীক্ষিত এ সিনেমার গান ‘বেশরম রঙ’

গানটিতে সুঠামদেহী শাহরুখের সঙ্গে দেখা গেছে স্বল্পবসনা দীপিকা পাড়ুকোনকে। ভারতের দর্শকের মন ভরে গেছে তাদের রসায়নে। পাশাপাশি গানটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে একটি অংশ। সিনেমাটি বয়কটের ডাক দিয়েছেন তারা। এবার এই বিক্ষুব্ধ গোষ্ঠী কুশ পুত্তলিকা পোড়াল শাহরুখের। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।


বিজ্ঞাপন


গানটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের মধ্য প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। দীপিকার পোশাক নিয়ে আপত্তি তুলে সিনেমাটি নিষিদ্ধের হুমকি দিয়েছেন তিনি। গতকাল বুধবার মন্ত্রী বলেন, ‘পোশাকগুলো অত্যন্ত আপত্তিকর এবং গানটি একটি নোংরা মানসিকতা থেকে দৃশ্যায়ন করা হয়েছে। আমি নিবেদন করব দৃশ্যগুলো সংশোধন করা হোক, তাছাড়া মধ্যপ্রদেশে এই সিনেমা মুক্তির অনুমতি দেয়া হবে কি হবে না, তা নিয়ে বিবেচনা করা হবে।’

shaharukh

এর কয়েকঘণ্টা পরই মধ্যপ্রদেশের ইন্দোরে ‘পাঠান’ সিনেমা ও এর গান ‘বেশরম রঙ’ গানটি নিয়ে বিক্ষোভ করে হিন্দুত্ববাদী সংগঠন বীর শিবাজি গ্রুপের কর্মীরা। এ সময় একটি রাস্তার মোড়ে জড়ো হয়ে দীপিকা পাডুকোনের এবং শাহরুখ খানের কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দেয় তারা।

তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি শাহরুখ। তিনি আপাতত ব‍্যস্ত তীর্থযাত্রা নিয়ে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে গিয়েছিলেন শাহরুখ। পাঠান মুক্তির আগে সেখানে পূজা দেন তিনি। তার আগে মক্কায় গিয়ে ওমরাহ পালন করতেও দেখা গিয়েছিল তাকে।


বিজ্ঞাপন


আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর