বিনোদন ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২২, ০১:৩৪ পিএম
তুমুল আলোড়ন তুলেছিল ওয়েব সিরিজ ‘কারাগার’। ওটিটি মাধ্যমে মুক্তিপ্রাপ্ত এই সিরিজটিতে অভিনয় করে রীতিমতো বাজিমাত করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। দুই বাংলায় ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি। তারপর থেকেই দর্শক মুখিয়ে ছিলেন সিরিজটির দ্বিতীয় অধ্যায়ের অপেক্ষায়।
দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি মাসের ২২ তারিখ মুক্তি পাচ্ছে ‘কারাগার-২’। এরইমধ্যে প্রকাশ হয়েছে টিজার। সবাই ভেবেছিলেন, প্রথম কিস্তিতে যে রহস্য জিইয়ে রাখা হয়েছে এবার তার সমাপ্তি ঘটবে। কিন্তু টিজারে চঞ্চলকে বলতে শোনা গেল, ‘কিসের শেষ? এটা তো মাত্র শুরু।’
সিরিজটির দ্বিতীয় কিস্তি প্রসঙ্গে চঞ্চল বলেন, ‘প্রথম পর্বের যে সাড়া আমরা পেয়েছি তা অভাবনীয়। দর্শকদের প্রতিক্রিয়া ও ভালোবাসায় আমাদের পুরো টিম সিক্ত হয়েছে। দ্বিতীয় পর্বে যা দেখানো হবে, ট্রেলারে তার সামান্যই উঠে এসেছে। আমাকে সম্পূর্ণ ভিন্ন দুটি রূপে এবার দেখা যাবে। যদিও বিস্তারিত এখন কিছু বলা যাচ্ছে না। শুধু এটুকু বলতে পারি যে, গল্পের গতিবিধি যেভাবে বিস্তার লাভ করেছে, দর্শক তাতে মুগ্ধ হবে।’
‘কারাগারে’র পর্ব দুটি নির্মাণ করেছেন সৈয়দ আহমেদ শাওকী। তিনি বলেন, “আমি এমন একটি গল্প বলতে চেয়েছি, যা আমাদের সামনে খুব বেশি উঠে আসেনি, কিন্তু গল্পের গভীরে একটি নির্মম সত্য আছে। দেশ-বিদেশের দর্শক যেভাবে ‘কারাগার’কে ভালবেসে গ্রহণ করেছে, তাতে আমি উদ্বেলিত। আমরা বিশ্বাস করি যে, ‘কারাগারে’র দ্বিতীয় পর্ব দর্শকদের প্রত্যাশার সঠিক মূল্যায়ন করবে।”
প্রথম কিস্তিতে চঞ্চলকে বন্দির চরিত্রে দেখা গেছে। ২৫০ বছর ধরে সে বন্দি রয়েছে কারাগারে। নিজেকে মীরজাফরের খুনি বলে দাবি করে। তবে দ্বিতীয় অধ্যায়ের টিজারে দ্বৈত চরিত্রে দেখা গেছে তাকে।
‘কারাগারে’র প্রথম পর্বে যারা ছিলেন তাদের প্রায় সবাইকে রাখা হয়েছে দ্বিতীয় পর্বে। সেইসঙ্গে নতুন দুটি চরিত্রে রূপদান করছেন তারিক আনাম খান ও দিব্য জ্যোতি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, ফারিণ, নাঈম, বিজরী বরকতুল্লাহ প্রমুখ।
আরআর