images

বিনোদন

‘কারাগার-২’ মুক্তির তারিখ পেছানোয় চঞ্চলের মেজাজ খারাপ

বিনোদন ডেস্ক

০৩ ডিসেম্বর ২০২২, ০২:১৫ পিএম

নভম্বরের শুরুতে জানা গিয়েছিল ওয়েব ফিল ‘কারাগার’-এর দ্বিতীয় কিস্তি আসছে ১৫ ডিসেম্বর। খবরটি জানানোও হয়েছিল শৈল্পিকভাবে। অমিতাভ রেজা নির্মিত ‘বোধ’ নামের একটি সিরিজে জানিয়ে দেওয়া হয়েছিল এই ফিল্মের মুক্তির কথা। এবার খবর এলো পিছিয়ে গেছে ‘কারাগার’-এর মুক্তির তারিখ।

২২ ডিসেম্বর মুক্তি পাবে ‘কারাগার টু’। বিষয়টি নিশ্চিত করেছেন সিরিজের মূল অভিনেতা চঞ্চল চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “বিশ্বকাপ ফুটবলের কারণে ‘কারাগার পার্ট টু’ আসছে এক সপ্তাহ পর, ২২ ডিসেম্বর, শুধুমাত্র হইচইতে।”

তবে মুক্তির তারিখ পিছিয়ে যাওয়াটা নিতে পারেননি চঞ্চল। তিনি লিখেছেন, ‘এক সপ্তাহ পেছানোর কারণে আমারও মেজাজ একটু খারাপ।’

‘কারাগার’-এর প্রথম পর্ব শেষ হতেই দর্শকের কৌতূহল ছিল দ্বিতীয় পর্বের গল্প নিয়ে। তাদের একটাই প্রশ্ন ছিল, কী থাকছে সিরিজটির দ্বিতীয় অধ্যায়ে? সেসময় এমন প্রশ্নের জবাবে চঞ্চল বলেছিলেন, ‘গল্পটা বলতে না পারলেও এটুকু বলতে পারি, এই সিজনে জমে উঠবে। প্রথম সিজন আপনারা যে আগ্রহ নিয়ে শেষ করেছেন, দ্বিতীয় সিজনের শেষে সেই আগ্রহ আরও বাড়বে। কারণ ঘটনা সব এখানেই ঘটবে।’

ওয়েব ধারাবাহিকটিতে চঞ্চল চৌধুরী একজন বন্দির চরিত্রে অভিনয় করেছেন। প্রথম পর্বে দেখা গেছে, সে ২৫০ বছর ধরে বন্দি রয়েছে কারাগারে। নিজেকে মীরজাফরের খুনি বলে দাবি করে।

চঞ্চল ছাড়াও এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, ফারিণ, নাঈম, বিজরী বরকতুল্লাহ প্রমুখ। ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন সৈয়দ আহমেদ শাওকী।

আরআর