বিনোদন ডেস্ক
১০ নভেম্বর ২০২২, ০৫:০২ পিএম
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিবাপূর্ব রাত সোয়া দুইটার দিকে নির্মাতা রায়হান রাফী, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং নিজের স্বামী ও অভিনেতা শরিফুল রাজকে কাঠগড়ায় দাঁড় করিয়ে একটি স্ট্যাটাস দেন পরীমণি। সেখানে তিনি ইঙ্গিত করেন মিম-রাজের বিবাহবহির্ভূত সম্পর্কের। এসময় রাফীকে ‘দালাল’ আখ্যা দিয়ে মিমকে নিজের স্বামী নিয়ে সন্তষ্ট থাকার উপদেশ দেন তিনি।
মাঝরাতে পরীমণির এমন পোস্ট দেখে নড়েচড়ে বসেন নেটিজেনরা। তাদের অনেকে অনেক ধরনের মন্তব্য করেন। কেউ কেউ জানতে চান— এমন পোস্টের কারণ। পরী নেটিজেনদের সেসব প্রশ্নের কোনো উত্তর না দিলেও একজনের মন্তব্য এড়িয়ে যেতে পারেননি।
মন্তব্যের ঘরে ওই নেটিজেন লিখেছেন, ‘যাই হোক! সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের স্ট্যাটাসগুলো বলে দেয় আমরা কতটা অসহিষ্ণু। আপনার মুছে ফেলা উচিত এটি এবং লিভিং রুমে সমাধান করা উচিত। আমাদের শিল্পী, সংস্কৃতি ও তাদের সম্মান রক্ষা করতে হবে। আমি জানি, আপনি একজন বুদ্ধিমতী এবং নিজেকে সবসময় ভালো কাজের মধ্য দিয়ে অন্যদের চেয়ে আলাদা করেছেন। আশা করছি, আপনি আমার চিন্তার সংবেদনশীলতা বুঝতে পেরেছেন।’
এই মন্তব্যের উত্তরে পরীমণি লেখেন, ‘ভাইয়া, সবকিছু কখনও কখনও লিভিং রুমে থাকে না। সরি।’
এদিকে পরীমণির কাঠগড়ায় দাঁড়িয়ে শরিফুল রাজ ও রায়হান রাফী নীরব থাকলেও মুখ খুলেছেন মিম। তিনি নিজের ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়েছেন এ ব্যাপারে। সেইসঙ্গে দিয়েছেন আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি।
আরআর