বিনোদন ডেস্ক
০৭ নভেম্বর ২০২২, ১২:৪১ পিএম
শরীরী হিল্লোলে দর্শকের মনে কাঁপন তোলেন বলিউড সুন্দরী দিশা পাটানি। ভারতীয় ক্রিকেটার ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড’ স্টোরি সিনেমায় অভিনয়ের পর তিনি সবার নজরে আসেন। হাঁটুর বয়সী এই নায়িকাকে সালমান খানের বিপরীতেও অভিনয় করেছেন।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সালমান খানের বিপরীতে অভিনয় করা ‘ভারত’ ছবির সেটে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছিলেন দিশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এ নায়িকা।
দিশা জানান, ২০১৯ সালে মাথায় আঘাত লাগে তার। ফলে ছয় মাসের জন্য স্মৃতি হারিয়ে ফেলেছিলেন। ছবির একটি অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় কংক্রিটের মেঝেতে পিছলে পড়েন দিশা পাটানি। এর পরবর্তী ছয় মাসের স্মৃতি হারিয়ে ফেলেন অভিনেত্রী। অন্তত এমনটাই দাবি তার। দিশার কথায়, ‘আমার জীবন থেকে ছয়টা মাস হারিয়ে ফেলেছি আমি, কারণ ওই ছয় মাসের কিছুই মনে নেই আমার।’
সম্প্রতি দিশার ‘এক ভিলেন রিটার্নস’ ছবিটি মুক্তি পেয়েছে। যদিও বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি ছবিটি। আগামিতে ‘যোদ্ধা’ ছবিতে দেখা যাবে দিশাকে। এ ছাড়াও দক্ষিণের সুপারস্টার প্রভাসের ‘প্রজেক্ট কে’তে অভিনয় করবেন বলে জানা গেছে।
/আরএসও