মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এবার ভিলেনদের গল্প শুনুন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০২২, ১০:৫৪ এএম

শেয়ার করুন:

এবার ভিলেনদের গল্প শুনুন

সুপারহিট সিনেমা ‘এক ভিলেন’-এর সাফল্যের আট বছর পর আসছে সিক্যুয়াল। দ্বিতীয় কিস্তির নাম রাখা হয়েছে, ‘এক ভিলেন রিটার্নস’। ২৯ জুলাই মুক্তি পাবে সিনেমাটি। এর আগে প্রকাশ পেল ছবির দুটি পোস্টার।

মোহিত সুরি পরিচালিত এই থ্রিলার ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জন আব্রাহাম ও অর্জুন কাপুর। ছবির দুই নায়িকা দিশা পাটানি ও তারা সুতারিয়া।


বিজ্ঞাপন


‘এক ভিলেন’ ছবির সিক্যুয়ালের কথা অনেকদিন আগেই ঘোষণা করেছিলেন পরিচালক। জানিয়েছিলেন, সিক্যুয়ালে একেবারে নতুন মুখেদেরই দেখা যাবে। সেই অনুযায়ী, এই ছবিতে একেবারে নতুন চার নায়ক-নায়িকাকে দেখা গেল।

সোশ্যাল মিডিয়ায় ছবির লুক শেয়ার করে নিয়েছেন দিশা পাটনি। সেখানে একটি পোস্টারে তিনি একা রয়েছেন। একটি মুখোশের আড়াল থেকে তার মুখের অর্ধেক অংশ বেরিয়ে রয়েছে। রহস্যময়ী দেখাচ্ছে তাকে। অন্য পোস্টারে তিনি রয়েছেন জন আব্রাহামের সঙ্গে। পোস্টার শেয়ার করে দিশা লিখেছেন, ‘হিরো আর হিরোইনদের গল্প তো অনেক শুনেছেন, এবার ভিলেনদের গল্প শুনুন।’

ছবি পোস্টার শেয়ার করে নিয়েছেন অর্জুন কাপুরও। ছবিতে প্রত্যেকের হাতে দেখা যাওয়া হলুদ মুখোশ বেশ রহস্য তৈরি করছে।

আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর