images

বিনোদন

‘শের খান’-এ অভিনয় প্রসঙ্গে যা বললেন মিতু

বিনোদন প্রতিবেদক

০৩ নভেম্বর ২০২২, ০২:১৮ পিএম

গত মাসে খবর আসে সুপারস্টার শাকিব খান ‘শের খান’ নামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। কথাটি জানাজানি হওয়ার পর ছবির নায়িকার নাম জানতে উদ্রগীব হয়ে আছেন অনুরাগীরা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছে, এই ছবিতে জাহারা মিতুকে দেখা যাবে কিং খানের বিপরীতে। তবে এতে নারাজ শাকিবিয়ানরা। তারা মিতুর পরিবর্তে নতুন কোনো নায়িকাকে দেখতে চান প্রিয় নায়কের সঙ্গে।

তবে মজার ব্যাপার হলো, ‘শের খান’ সিনেমায় অভিনয়ের প্রস্তাবই পাননি মিতু। ঢাকা মেইলকে তিনি বলেন, ‘গুঞ্জনটি সত্য নয়। এর নায়িকা আমি নই। চুক্তিবদ্ধ হওয়া তো দূরের কথা এই ছবিতে কাজের জন্য আমার কাছে কোনো প্রস্তাবই আসেনি।’

এদিকে সামাজিক মাধ্যমে বিভিন্ন গ্রুপে শাকিব-ভক্তদের নেতিবাচক প্রতিক্রিয়া প্রসঙ্গে মিতু বলেন, ‘শাকিব ভাইয়ের অনুরাগীদের সবাই তো আর এ দাবী করেন না। তবে কেউ কেউ আছেন, যারা অপু বিশ্বাস-বুবলীকেও দেখতে চান না তার বিপরীতে। তারা যে কাকে পছন্দ করেন— সেটা আল্লাহ মাবুদ জানেন।’

কথোপকথনের এক পর্যায়ে মিতু জানালেন, গতকাল বুধবার নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ ছাড়া ৫ নভেম্বর থেকে অন্য একটি ছবির শুটিংয়ে যাচ্ছেন। তবে সিনেমা দুটির একটিও ‘শের খান’ না বলে ফের নিশ্চিত করলেন এ নায়িকা।

‘শের খান’ সিনেমায় পুলিশের চৌকস একজন অফিসারের চরিত্রে অভিনয় করবেন কিং খান। শোনা গেছে, এই ছবিতে শাকিবকে ভিন্নভাবে উপস্থাপন করা হবে। থাকবে চমক। ছবিটি নির্মাণ করবেন সানী সানোয়ার। এটি প্রযোজনা করবে কপ ক্রিয়েশন। সঙ্গে থাকবে এসকে ফিল্মস। এ সপ্তাহেই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা ছিল।  

আরআর/আরএসও