শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘শের খান’ হয়ে আসছেন শাকিব

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২, ০৪:২৮ পিএম

শেয়ার করুন:

‘শের খান’ হয়ে আসছেন শাকিব

কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে নির্মাতা সানী সানোয়ারের একটি ছবি প্রকাশ পায়। সেই ছবি দেখে অনেকেই বুঝতে পারেন পোস্টার বয় এবার মিশন এক্সট্রিমের নির্মাতার নির্দেশনায় ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন। তবে এ বিষয়ে তখন মুখ খুলেননি শাকিব।

অন্যদিকে সংবাদমাধ্যমকে সানী সানোয়ার কিছুটা ইঙ্গিত দিলেও ঝেড়ে কাশেননি। জানিয়েছিলেন সব গুছিয়ে তবেই ঘোষণা দেবেন। তবে সেই অপেক্ষা করতে হলো না। নায়ক ও নির্মাতা মুখ খোলার আগেই জানা গেল ছবিটির নামসহ অন্যান্য তথ্য।


বিজ্ঞাপন


সানী সানোয়ারের পরিচালনায় ‘শের খান’ নামের একটি ছবিতে অভিনয় করবেন শাকিব। ছবিটি নির্মিত হবে শাকিবের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস এবং সানীর কপ ক্রিয়েশনের ব্যানারে। দুই প্রযোজনা সংস্থার সূত্রের মাধ্যমে জানা গেছে এ তথ্য।

সূত্র আরও জানিয়েছে, এরইমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে এই নামে নিবন্ধন নিয়েছেন কপ ক্রিয়েশনের কর্ণধার সানী সানোয়ার।

অন্য একটি সূত্র মারফত জানা গেছে, শিগগিরই এই ছবির শুটিংয়ে অংশ নেবেন শাকিব। চলতি মাসে টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে সিনেমাটির।

ওই সূত্র আরও জানায়, কপ ক্রিয়েশন অক্টোবর ও নভেম্বরে দুটি সিনেমার ঘোষণা দেবে। সিনেমা দুটিতে শাকিব চুক্তিবদ্ধ হয়েছেন।


বিজ্ঞাপন


সম্প্রতি শাকিবের হাতে রয়েছে সাতটি সিনেমার কাজ। এই ছবিগুলোর ক্ষেত্রে তরুণ নির্মাতাদের বেছে নিয়েছেন তিনি। তালিকায় রয়েছেন হালের ব্যস্ত পরিচালক রায়হান রাফি। ‘প্রেমিক’ নামের একটি সিনেমায় রাফির নির্দেশনায় ক্যামেরার সামনে দাঁড়াবেন কিং খান।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর