বিনোদন ডেস্ক
৩১ অক্টোবর ২০২২, ১১:৪২ এএম
বনি-কৌশানির প্রেমের কাহিনি তো সবার জানা। কোনো লুকোচুরি নয়। সবাইকে জানিয়ে চুটিয়ে প্রেম করছেন তারা। একসঙ্গে কাজ করতে গিয়েই একে অপরের প্রেমে পড়েন এই জুটি। তাদের প্রেমর বয়স সাত বছর। এখন সবার প্রশ্ন—কবে মালাবদল করবেন তারা?
অপেক্ষার পালা শেষ হচ্ছে। শিগগিরই সাতপাকে বাঁধা পড়বেন বনি সেনগুপ্ত-কৌশানি। না, আর রূপালি পর্দায় নয়, এবার বাস্তব জীবনে বিয়ে সারবেন তারকা জুটি। সম্প্রতি ‘হাঙ্গামা ডটকম’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত বনি। কাজের ফাঁকে এই প্রথমবার বিয়ের দিনক্ষণ ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা।
বনি জানিয়েছেন, ২০২৪ সালের প্রথমেই বিয়েটা সেরে ফেলবেন তারা। তবে এখনও অবধি বিয়ের তারিখ পাকা হয়নি।
তারকা জুটির বিয়ের খবরে আনন্দে ভাসছেন অনুরাগীরা। বহুদিনের ইচ্ছা এবার পুরণ হবার পালা। গত বছর পুজায় মাকে হারানোর পর থেকে কৌশানিকে আগলে রেখেছেন বনি।
/আরএসও