ক্যারিয়ারের প্রথম সিনেমায় বনি সেনগুপ্তর সঙ্গে জুটি বেঁধেছিলেন কৌশানি মুখার্জী। অভিনয়ের সূত্র ধরেই একে অপরের কাছাকাছি আসেন তারা। প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেম। অন্য অনেক তারকার মতো নিজেদের সম্পর্ক নিয়ে লুকোচুরি করেননি এই প্রেমিক জুটি।
কাজের ব্যস্ততায় এখনও বিয়ের সিদ্ধান্ত নেননি বনি-কৌশানি। তবে স্ত্রীর মতোই বনির পাশে ছায়ার মতো থাকছেন কৌশানি। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোবাসার মানুষটির সঙ্গে আলোচনা করে নেন বনি। এর কারণেই নাকি তার জীবন অনেকটাই বদলে গেছে বলে দাবি করেন কৌশানি।
বিজ্ঞাপন
ভারতীয় একটি গণমাধ্যমকে কৌশানি বলেন, ‘২০১৫ সালের বনিকে যারা চেনেন ২০২২-এর বনিকে তারা মেলাতে পারবেন না। চলনে-বলনে-মননে আকাশ-পাতাল পার্থক্য। সবটাই নিজে থেকে হয়ে গিয়েছে? বোধহয় না। এর অনেকটা জুড়ে আমি রয়েছি।’
তিনি আরও বলেন, ‘তার মানে এই নয় যে, বনি আমার কথায় ওঠবস করেন। তিনি নিজের মতে নিজের পথেই চলেন। তবে পরামর্শ চাইলে মতামত দেই। ভালো-মন্দ নিয়ে আলোচনা করি।’
বনির ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেওয়া নিয়ে কম সমালোচনা হয়নি। কারণ, বিধানসভা নির্বাচনের সময় কৌশানি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। এটা নিয়ে নানা নেতিবাচক প্রশ্নের সম্মুখিন হতে হয়েছে তাকে। বনি রাজনীতিতে আসছেন, বিরোধী দলে যোগ দিচ্ছেন— সে খবর নাকি জানতেনই না কৌশানি!
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেখুন, বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে বনি আমার কাছে কিছু বলেননি। বিষয়টা আমি জানতাম না। আমাকে বারবার প্রশ্নবিদ্ধ করার কোনো মানে হয় না।’
সম্প্রতি বনি বিজেপি ছেড়েছেন। শোনা যাচ্ছে, তার এই দলত্যাগের পেছনে কৌশানি বড় ভূমিকা পালন করেছেন। যদিও এই অভিনেত্রীর জানালেন, এক্ষেত্রে তার কোনো হাত নেই। সিদ্ধান্ত বনি নিজেই নিয়েছেন।
আরএসও

