বিনোদন প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২২, ০৩:৪৬ পিএম
ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। এরমধ্যে একটি হলো ‘আগুন’। ২০১৯ সালে শুরু হলেও সিনেমাটির কাজ খুব একটা এগোয়নি। মাঝে দুই বছর কেটে গেলেও ‘আগুন’ আর জ্বলে ওঠেনি।
দীর্ঘদিন শুটিং বন্ধ থাকায় অনেকে যখন ভাবছেন ‘আগুন’ আর জ্বলবে না তখন শোনা গেল ফের শুরু হচ্ছে সিনেমাটির কাজ। চলতি মাসের ২১ তারিখে জ্বলে উঠবে এই ছবির লাইট, ক্যামেরা।
বিষয়টি নিয়ে ‘আগুন’-এর নির্মাতা বদিউল আলম খোকনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানালেন তারিখ চূড়ান্ত নয় তবে এ মাসেই শুরু হচ্ছে ‘আগুন’-এর শুটিং।
এ প্রসঙ্গে ঢাকা মেইলকে খোকন বলেন, ‘তারিখ এখনও ফাইনাল হয়নি। ছবিটি নিয়েই কাজ চলছে। এরমধ্যেই তারিখ নির্ধারণ করে ফেলব।’

ঠিক কবে থেকে হচ্ছে ‘আগুন’-এর শুটিং, শাকিব খান কি শিডিউল দিয়েছেন— জানতে চাইলে এ নির্মাতা বলেন, ‘কয় তারিখ থেকে শুরু হবে জানি না। তবে এ মাসেই শুরু হবে সিনেমাটির শুটিং। আপাতত শুটিংয়ের পূর্ব প্রস্তুতি চলছে।’
শাকিব দেশে ফেরার পর থেকেই ‘আগুন’-এর কাজ শুরু করতে মুখিয়ে আছেন বদিউল আলম খোকন। এর আগে সিনেমাটির কাজ শুরু হতে বিলম্বের কারণ হিসেবে তিনি সংবাদমাধ্যমকে বলেছিলেন, “আমরা শাকিবের গেটআপের জন্য অপেক্ষা করছি। কারণ ‘আগুন’ সিনেমার জন্য শাকিবের উপযুক্ত গেটআপ এখন নেই। তার চুল ও দাড়ি একটু বড় হওয়া প্রয়োজন।”
২০১৯ সালের ৫ আগস্ট শুরু হয়েছিল ‘আগুন’-এর শুটিং। সে বছরের অক্টোবরে শেষ হয় এর দ্বিতীয় লটের কাজ। তারপর গুটিয়ে নেওয়া হয় ক্যামেরা, নিভিয়ে দেওয়া হয় লাইট। তারপর ‘আগুন’ আর জ্বলে ওঠেনি।
ছবিটির প্রযোজনার দায়িত্বে আছে দেশ বাংলা মাল্টিমিডিয়া। এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন জাহারা মিতু। এই ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সুচরিতা, আফজাল শরীফ, রেবেকা প্রমুখ।
আরআর