চলচ্চিত্রটিতে শাকিবের বিপরীতে রয়েছেন জাহারা মিতু। ছবিটি নিয়ে তিনি এখনও আশাবাদী, যার প্রমাণ তার ফেসবুক প্রোফাইলের কাভার ফটো।
ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। এগুলোর কয়েকটি সদ্য ঘোষিত, কোনোটা শেষের পথে আবার কোনোটা ঝুলে আছে অনিশ্চিতয়তার সুতোয় বন্দি হয়ে। এমন হতভাগ্য সিনেমার তালিকায় রয়েছে ‘আগুন’।
বিজ্ঞাপন
শুটিং শুরু হলেও থেমে গেছে কিছুদূর এগিয়ে। সবার ধারণা ছিল, মার্কিন মুলুক থেকে ফিরে ‘আগুন’- এর কাজ হাতে নেবেন শাকিব। কিন্তু অগ্রগতির কোনো আভাস পাওয়া যাচ্ছে না। চলচ্চিত্রটি আদৌ আলোর মুখ দেখবে কি না— তা নিয়েই এখন সন্দিহান অনেকে। অনেকের ধারণা ‘আগুন’ আর জ্বলবেই না।

তবে সিনেমাটির পরিচালক বদিউল আলম খোকন আশা ছাড়েননি। মাসখানেক পর শুটিংয়ে নামবেন বলে ভাবছেন তিনি। শাকিব দেশে ফেরার পরও কেন এই বিলম্ব— জানতে চাইলে ঢাকা মেইলকে তিনি বলেন, “আমরা শাকিবের গেটআপের জন্য অপেক্ষা করছি। কারণ ‘আগুন’ সিনেমার জন্য শাকিবের উপযুক্ত গেটআপ এখন নেই। তার চুল ও দাড়ি একটু বড় হওয়া প্রয়োজন। সেটা হয়ে গেলেই তিনি শিডিউল দেবেন বলেছেন। আশা করছি আগামী মাসের শুরুতে শুটিংয়ে নামব।”
শোনা যাচ্ছে, কিং খান ফের উড়াল দিচ্ছেন যুক্তরাষ্ট্রে। সেক্ষেত্রে মাসখানেক পর কতটা বাস্তবায়ন হবে শুটিংয়ে নামার পরিকল্পনা— উত্তরে খোকন বলেন, ‘সে বিষয়ে আমাকে কিছু জানি না। হয়ত সিনেমাটির কাজ শেষ করে দিয়ে যাবেন তিনি।’
বিজ্ঞাপন
চলচ্চিত্রটিতে শাকিবের বিপরীতে রয়েছেন জাহারা মিতু। ছবিটি নিয়ে তিনি এখনও আশাবাদী, যার প্রমাণ তার ফেসবুক প্রোফাইলের কাভার ফটো। সেখানে শোভা পাচ্ছে ‘আগুন’ সিনেমার মহরতের একটি স্থিরচিত্র।

তবে ছবির কাঁধে দীর্ঘ বিরতি ভর করায় তিনিও অনেকটা অনিশ্চিত এর ভবিষ্যৎ নিয়ে। শাকিব দেশে ফেরার পরও ‘আগুন’ জ্বলে উঠতে বিলম্বের কারণ কী— জানতে চাইলে মিতু বলেন, “আমি তো সিনেমাটির একজন আর্টিস্ট। এ বিষয়ে আমার জানার কথা না। আমার সঙ্গে যোগাযোগও করা হয়নি। তবে শুনেছি শাকিব ভাই যেদিন থেকে চাইবেন সেদিন থেকেই মাঠে নামবে ‘আগুন’- এর টিম।”
২০১৯ সালের ৫ আগস্ট শুরু হয়েছিল ‘আগুন’ এর শুটিং। সে বছরের অক্টোবরে শেষ হয় এর দ্বিতীয় লটের কাজ। তারপর গুটিয়ে নেওয়া হয় ক্যামেরা, নিভিয়ে দেওয়া হয় লাইট। মাঝে দু’বছর কেটে গেলেও ‘আগুন’ আর জ্বলে ওঠেনি। এই ছবির প্রযোজনার দায়িত্বে আছে দেশ বাংলা মাল্টিমিডিয়া। এতে শাকিব-মিতু ছাড়াও অভিনেতা হিসেবে আছেন মিশা সওদাগর, সুচরিতা, আফজাল শরীফ, রেবেকা প্রমুখ।
আরআর/আরএসও

