বিনোদন ডেস্ক
২০ জানুয়ারি ২০২৬, ১১:১৫ এএম
জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদের নামে ছড়ানো কিছু ভুয়া ফটোকার্ড সয়লাব সোশ্যাল মিডিয়া। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, হাসানের ছবি ব্যবহার করে বিতর্কিত কিছু রাজনৈতিক বক্তব্য প্রচার করা হচ্ছে। যা ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, অভিনেতা হাতে একটি পোস্টার ধরে রয়েছেন। পোস্টারটিতে লেখা, ‘যদি ফ্যাসিস্ট দিয়ে ভালো কিছু হয়, তবে ফ্যাসিস্টই ভালো।’
ভুয়া ফটোকার্ড নিয়ে ক্ষোভ ও বিব্রত প্রকাশ করে হাসান মাসুদ গণমাধ্যমকে বলেন, ‘এই ছবির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বিষয়টি আমাকে খুবই বিব্রত করেছে।’

অভিনেতা জানিয়েছেন, কে বা কারা ছবিগুলো ভাইরাল করেছেন সেই বিষয়ে তিনি অবগত নন।
হাসানের ভাষ্য, ‘এই ধরনের কাজ কারা করছে, বুঝতে পারছি না। ছবিগুলো কোনোভাবেই আমার নয়। ধারণা করছি, এগুলো এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। কেউ ইচ্ছাকৃতভাবে আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।’
সবশেষে তিনি বলেন, ‘এখন সময় ভালো না। অনেকেই এই ছবি সত্যি বলে বিশ্বাস করবেন, ভাববেন আমি এর সঙ্গে জড়িত। কিন্তু সত্যিটা হলো—এগুলো সম্পূর্ণ ভুয়া ছবি।’
ইএইচ/