মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সাংবাদিকতায় ফিরতে চান হাসান মাসুদ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম

শেয়ার করুন:

সাংবাদিকতায় ফিরতে চান হাসান মাসুদ

গত মাসে প্রচণ্ড মাথা ব্যথা ও খিঁচুনি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। প্রায় তিন সপ্তাহ চিকিৎসা শেষে গত ১৬ নভেম্বর বাড়ি ফিরেছেন তিনি। 

সম্প্রতি সশস্ত্রবাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে গিয়েছিলেন হাসান। ওই অনুষ্ঠানে যোগ দিয়ে এক সাক্ষাৎকারে বর্তমান ব্যস্ততা নিয়ে অভিনেতা বলেন, ‘আমি এখন ঘুরি ফিরি খাই-দাই আর বিজ্ঞাপনের কাজ করি। বর্তমানে অভিনয় করি না। আর আমি সাংবাদিকতা খুব মিস করি। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল একসময় বিবিসিতে (ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন) কাজ করব। সেই স্বপ্নটা পূর্ণ হয়েছে। ফলে সাংবাদিকতা নিয়ে এখন আর খুব একটা অভুক্ত থাকি না। তবে চেষ্টা করছি সাংবাদিকতায় ফেরার।’ 


বিজ্ঞাপন


556951162_1209505217879513_1943532658909187250_n

অভিনয়ে আসার আগে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন তিনি। তারও আগে সাংবাদিক হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। একসময় অভিনয়ে ব্যস্ত থাকলেও বর্তমানে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। কর্মজীবনে বিভিন্ন পেশার সঙ্গে সম্পর্ক গড়েছেন তিনি। তবে গণমাধ্যমের কাজকে বেশি উপভোগ করতেন বলে জানিয়েছেন হাসান। অভিনেতার কথায়, ‘ডেইলি স্টারে সাংবাদিকতা করার সময়টা বেশি উপভোগ করেছি।’ 

অভিনয়ে অনিয়মিত হলেন কেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার নিজেরও একটা পছন্দের ব্যাপার আছে। নিজের জায়গা থেকে এখন আর অভিনয় পছন্দ করছি।’ 

ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে হাসান বলেন, ‘সম্প্রতি মাইন্ড স্ট্রোক থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলাম। গতমাসে অসুস্থ হয়ে এই মাসের (নভেম্বর) ১৬ তারিখে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছি। এখন আল্লাহ আমার জন্য যা রেখেছেন তাই করব। তবে আমার ইচ্ছা আছে কোনো গণমাধ্যমের হেড অফ নিউজ হওয়ার।’ 


বিজ্ঞাপন


ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর